বেনজেমা
বেনজেমার চোখে মৌসুম-সেরা ফরাসি ফুটবলার নন এমবাপ্পে!
টানা দ্বিতীয়বারের মতো মৌসুমের সেরা ফরাসি ফুটবলার নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ক্রীড়া সাময়িকী ফ্রান্স ফুটবল গত সপ্তাহে তাকে এই সম্মানে ভূষিত করেছে।
অতীতে এই পুরস্কার জেতা ফুটবলারদের ভোটে প্রতি বছর দেশের সেরা ফুটবলার নির্বাচন করে থাকে ফ্রান্স ফুটবল।
২০২৩-২৪ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচনে মাত্র ৫ ভোটের ব্যবধানে আর্সেনাল অধিনায়ক উইলিয়াম সালিবাকে (৫১ ভোট) হারিয়ে টানা দ্বিতীয়বার সেরা হয়েছেন এমবাপ্পে (৫৬ ভোট)। এ নিয়ে মোট চারবার দেশের সেরা ফুটবলার নির্বাচিত হলেন পিএসজি থেকে চলতি মৌসুমে রিয়ালে যোগ দেওয়া এই ফুটবলার।
২০১৮ বিশ্বকাপ জয়ের পর সে বছর প্রথমবার ফ্রান্স-সেরা হন ২৫ বছর বয়সী এমবাপ্পে। এরপর ২০১৯ ও ২০২৩ সালেও এই খেতাব জেতেন তিনি।
আরও পড়ুন: এমবাপ্পেকে নিয়ে রোনালদোর ২ মাস আগের মন্তব্য আলোচনায়
তবে এবারের ভোটে বেশ কয়েকজন তারকা ফুটবলারের ভোটন পাননি এমবাপ্পে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড করিম বেনজেমা। দেশসেরা ফুটবলার নির্বাচন করতে তিনজনকে ভোট দিতে পারেন সাবেক বিজয়ীরা। বেনজেমার পছন্দের তালিকায় এই তিনজনের মধ্যে জায়গা হয়নি এমবাপ্পের।
গত মৌসুমে পিএসজিতে খেলা এমবাপ্পের পরিবর্তে বেনজেমার প্রথম পছন্দ ছিলেন তারই রিয়াল মাদ্রিদ সতীর্থ এদুয়ার্দো কামাভিঙ্গা। এছাড়া পিএসজির প্রতিভাবান তরুণ ব্রাদলে বারকোলা ও ওয়ারেন জাইরে-এমেরিকে বাকি দুই ভোট দিয়েছেন তিনি।
শুধু তা-ই নয়, তাকে ভোট দেননি বেনজেমার বর্তমান ক্লাব সতীর্থ এন’গলো কান্তেও। আল-ইত্তিহাদের এই মিডফিল্ডার ভোট দিয়েছেন যথাক্রমে সালিবা, বার্সেলোনা ফুলব্যাক জুল কুন্দে ও কামাভিঙ্গাকে।
এই তালিকায় রয়েছেন আন্তোয়ান গ্রিজমানও। তবে আতলেতিকো মাদ্রিদের এই ফুটবলার এমবাপ্পেকে ভোট দিয়েছেন তার দ্বিতীয় পছন্দ হিসেবে। তার প্রথম ও তৃতীয় পছন্দ ছিলেন ফরাসি ক্লাব ব্রেস্তের আলেকজান্ডার লাকাসেত ও দেল কাস্তিয়ো।
আরও পড়ুন: এবার এমবাপ্পেকেই ছাড়াই ফ্রান্সের দল ঘোষণা
অন্যদিকে, সালিবার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হলেও আর্সেনাল মিডফিল্ডারকেই সেরার ভোট দিয়েছেন এমবাপ্পে। তার বাকি দুই ভোট ছিল ক্লাব সতীর্থ কামাভিঙ্গা ও অরেলিয়েঁ চুয়ামেনির জন্য।
গত মৌসুমের সেরাদের তালিকায় এমবাপ্পে ও সালিবার পর রয়েছেন যথাক্রমে এসি মিলান গোলরক্ষক মাইক মাইনিয়ঁ (২৪), কামাভিঙ্গা (১৭) ও চুয়ামেনি (১৬)। আর ১৫ পয়েন্ট নিয়ে ব্রেস্তের অ্যাটাকিং মিডফিল্ডার পিয়েরে লিস-মেলুর সঙ্গে যৌথভাবে ষষ্ঠ স্থান অর্জন করেছেন গ্রিজমান।
১ সপ্তাহ আগে
ফিফার বর্ষসেরা খেলোয়াড় লিওনেল মেসি
কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে সোমবার ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন লিওনেল মেসি।
টানা দ্বিতীয়বারের মতো বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন স্পেনের অ্যালেক্সিয়া পুতেলাস।
কাতারে ফ্রান্সের বিপক্ষে মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা এনে দেয়ায় মেসি এমবাপ্পে ও করিম বেনজেমার বিপক্ষে সেরা খেলোয়াড়ের ভোট জিতে ১৪ বছরের মধ্যে সপ্তমবারের মতো ফিফার বর্ষসেরার পুরস্কার অর্জন করেন।
রেকর্ড পঞ্চম প্রচেষ্টায় বিশ্বকাপ জেতেন তিনি।
মেসি বলেন, ‘বছরটি আমার জন্য ‘পাগলাটে’ বছর ছিল। এত দিন লড়াই করে আমি আমার (বিশ্বকাপ) স্বপ্ন পূরণ করতে পেরেছি। শেষ পর্যন্ত যা ঘটেছে তা আমার ক্যারিয়ারের সবচেয়ে সুন্দর বিষয়। এই অর্জন প্রতিটি খেলোয়াড়ের স্বপ্ন, তবে খুব কম জনই তা অর্জন করতে পারে। তাই আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ।’
আরও পড়ুন: জুনে ঢাকা সফরে আসছে মেসিরা
জাতীয় দলের অধিনায়ক ও কোচদের একটি বৈশ্বিক প্যানেল, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিতে নির্বাচিত সাংবাদিক এবং অনলাইনে ভক্তদের সমন্বয়ে চূড়ান্তভাবে তিনজন খেলোয়াড়কে নির্বাচিত করা হয়।
৩৫ বছর বয়সী মেসি ফিফার কাছ থেকে তার প্রথম সেরা খেলোয়াড়ের পুরস্কার প্রত্যাশী এমবাপ্পেকে হারিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের জন্য ফিফা প্রদত্ত গোল্ডেন বল ট্রফি জয়লাভ করেন। সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট নিজের দখলে নেন এমবাপ্পে।
ফিফা অ্যাওয়ার্ডস ভোটে মেসির পয়েন্ট ৫২, এমবাপ্পের ৪৪ এবং বেনজেমার ৩৪।
আরও পড়ুন: বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে আরও খেলতে চান মেসি
১ বছর আগে