মো. জসিম উদ্দিন
এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন করলেন সালমান এফ রহমান
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান রবিবার (১ অক্টোবর) রাতে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্বোধন করেন।
এসময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, সাবেক সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুসহ এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
আনুষ্ঠানিক উদ্বোধনের পর এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন এই সেন্টারের চেয়ারম্যান এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন।
সাবেক সভাপতি জানান, দেশের চলমান অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে এফবিসিসিআই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার। যেখানে এগ্রি বিজনেস, লাইট ইঞ্জিনিয়ারিং, সার্কুলার ইকোনমিসহ বিভিন্ন খাতের জন্য দক্ষ জনবল ও উদ্যোক্তা তৈরি করা হবে। উদ্ভাবন, গবেষণা ও নীতি সহায়তার মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং বেসরকারি খাতকে এগিয়ে নিতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা তার।
আরও পড়ুন: আসিয়ান, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্যিক কেন্দ্র বাংলাদেশ হতে পারে: এফবিসিসিআই
এসময়, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের পরিচালক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জানান, বর্তমান প্রেক্ষাপটে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার স্থাপনের সিদ্ধান্ত খুবই সময়োপযোগী। দক্ষ উদ্যোক্তা ও মানবসম্পদ তৈরির জন্য প্রতিষ্ঠানটিকে একটি স্বয়ংসম্পুর্ণ ইন্সটিটিউট হিসেবে গড়ে তোলার পরামর্শ তার।
সভায় এফবিসিসিআই রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের কার্যক্রম এবং কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই এর সাবে সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, পরিচালনা পর্ষদের সদস্য শমী কায়সার, আবুল কাসেম খান, মোহাম্মদ আলী খোকন, শামিম আহমেদ, নাদিয়া বিনতে আমিন, পরিচালনা পর্ষদের সদস্য সচিব এবং ইনোভেশন সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিকর্ণ কুমার ঘোষ প্রমুখ।
উল্লেখ, এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি এ কে আজাদ, মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি এম এ মোমেন, সালাউদ্দিন আলমগীর, মো. হাবিব উল্লাহ ডন, সাবেক পরিচালক ইঞ্জি. গোলাম মোহাম্মদ আলমগীর।
আরও পড়ুন: নেপাল বাংলাদেশের জন্য পরিচ্ছন্ন জ্বালানির ভালো উৎস হতে পারে: এফবিসিসিআই
এফবিসিসিআইয়ের নতুন মহাসচিব মো. আলমগীর
১ বছর আগে
এফবিসিসিআইয়ের সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী আর নেই
এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি আবু আলম চৌধুরী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার দিবাগত রাত ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজের জানাজা আগামীকাল বুধবার (১ মার্চ) বাদ জোহর নিকুঞ্জ-১ জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
আবু আলমের মৃত্যুতে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় জসিম উদ্দিন বলেন, ব্যবসায়ী সম্প্রদায়ের জন্য এফবিসিসিআই তার অবদান সবসময় মনে রাখবে।
এফবিসিসিআই সভাপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আলম ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।
এফবিসিসিআই জানিয়েছে, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে ৬৯ এর গণঅভুত্থানে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
আরও পড়ুন: সিলেট-২ আসনের সাবেক সাংসদ নুরুল আর নেই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায়, আলম সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন এবং পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।
শিক্ষাজীবন শেষ করে তিনি মিডিয়া সেক্টরে ব্যবসা শুরু করেন।
চৌধুরী এফবিসিসিআই-এর সহ-সভাপতি ও পরিচালক হিসেবে ৬ মেয়াদে দায়িত্ব পালন করেন।
তিনি ২০০৮-২০১০ সাল পর্যন্ত কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই)-এর ভাইস-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ডেইলি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সদস্য এবং সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রাক্তন ইসি সদস্য ছিলেন।
আরও পড়ুন: ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন
এমপি মোসলেম উদ্দিনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ
১ বছর আগে