টনি ব্লেয়ার
প্রধানমন্ত্রীকে টনি ব্লেয়ারের অভিনন্দন
টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) শেখ হাসিনাকে পাঠানো অভিনন্দন চিঠিতে তিনি বলেন, ‘বিগত বছরগুলোতে বাংলাদেশের অসাধারণ উন্নয়নই নির্বাচনের ফলাফলে আপনার নেতৃত্ব ও নিষ্ঠা প্রতিফলিত হয়েছে।’
বর্তমানে টনি ব্লেয়ার ইন্সটিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নেতৃত্বে থাকা টনি ব্লেয়ার বলেন, বাংলাদেশের সাফল্যের গল্প বহুমুখী; যা শক্তিশালী রপ্তানি খাত, সমৃদ্ধ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান এবং তরুণ ও শিক্ষিত জনশক্তির গতিশীলতা দ্বারা চালিত।
আরও পড়ুন: টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে মন্ত্রিসভার অভিনন্দন
তিনি বলেন, ‘নিম্ন-আয়ের দেশ থেকে নিম্ন-মধ্যম আয়ের দেশে বাংলাদেশের রূপান্তরমূলক যাত্রা জনগণের কল্যাণে আপনার অঙ্গীকারের সাক্ষ্য হিসেবে প্রতীয়মান।’
তিনি আশা করেন, ‘আপনার পরবর্তী মেয়াদ শুরু করার সঙ্গে সঙ্গে আমি আত্মবিশ্বাসী- বাংলাদেশ উন্নতি অব্যাহত রাখবে, নতুন মাইলফলক অর্জন করবে এবং সুশাসনের জন্য বৈশ্বিক মানদণ্ড স্থাপন করবে।’
ব্লেয়ার বলেন, তিনি বাংলাদেশের জনগণের জন্য রূপকল্প ২০৪১ বাস্তবায়নে শেখ হাসিনা ও তার প্রশাসনকে সমর্থন করতে আগ্রহী।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বলেন, তিনি শেখ হাসিনার সাফল্য কামনা করেন এবং আবারও তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন।
আরও পড়ুন: পুনঃনির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিশরের প্রেসিডেন্ট সিসির অভিনন্দন
১০ মাস আগে
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমন্ত্রণে বেলজিয়াম গেলেন পলক
ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিশেষ আমন্ত্রণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বেলজিয়ামের উদ্দেশ্যে সোমবার (২৩ অক্টোবর) সকালে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে প্রতিমন্ত্রী বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে মঙ্গলবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিতব্য টনি ব্লেয়ার ইন্সটিটিউট ফর গ্লোবাল চেঞ্জ’র উদ্যোগে আয়োজিত ‘টেক অ্যাক্সিলেরেটর প্রোগ্রাম ২০২৩’ এ অংশগ্রহণ করবেন।
এই এক্সেলেরেটর প্রোগ্রামে বাংলাদেশ, ব্রিটেন, অ্যাঙ্গোলা, মলদোভা, জাম্বিয়া, সিঙ্গাপুর, মরক্কো, আলবেনিয়া, ভিয়েতনাম, ভিয়েতনাম, তিমুর, বুলগেরিয়া, রিসা, গ্রীস, ইউকে, ম্যাক্রা, রোমানিয়াসহ বিশ্বের ৩১টি দেশ থেকে মন্ত্রী, মেম্বার অব পার্লামেন্ট, সরকারি, বেসরকারিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করবেন।
১ বছর আগে
বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশকে সহায়তা করার প্রস্তাব টনি ব্লেয়ারের
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন।
রবিবার ক্লারিজের হোটেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি বিভিন্ন খাতে বাংলাদেশকে আরও উন্নয়নে সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেন।
পরে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন এবং বাংলাদেশকে আরও উন্নয়নে সহায়তা করতে চেয়েছেন।
মোমেন জানান, প্রধানমন্ত্রী ব্লেয়ারকে বলেছিলেন যে বাংলাদেশে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টির জন্য আরও বিদেশি বিনিয়োগ প্রয়োজন।
টনি ব্লেয়ার বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে, বিশেষ করে জিসিসি (গাল্ফ কো-অপারেশন কাউন্সিল) এর সঙ্গে এবং তিনি বাংলাদেশকে ব্যবসায়িক যোগাযোগ বাড়াতে সাহায্য করতে পারেন।
আরও পড়ুন: বাংলাদেশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি: আইএমএফ দল
টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের প্রধান ব্লেয়ারকে উদ্ধৃত করে বলা হয়েছে: ‘বাংলাদেশের বর্তমান অর্থনীতি খুবই আকর্ষণীয় এবং বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব ভালো করছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে আনন্দ প্রকাশ করে বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার।
রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে আসায় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
টনি ব্লেয়ার ইনস্টিটিউশন ফর গ্লোবাল চেঞ্জের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ পরিদর্শন করবেন এবং বাংলাদেশের উন্নয়নে সহায়তা প্রয়োজন এমন খাতগুলো চিহ্নিত করতে বিআইডিএর সঙ্গে বসবেন।
এসময় প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক এম নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য কমনওয়েলথের পর্যবেক্ষক চান প্রধানমন্ত্রী
১ বছর আগে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে টনি ব্লেয়ারের শ্রদ্ধা
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
আরও পড়ুন: পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি জাতির শ্রদ্ধা নিবেদন
টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ ব্লেয়ারের নির্বাহী চেয়ারম্যান ব্লেয়ারকে জাদুঘরে স্বাগত জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এছাড়া শনিবার টনি ব্লেয়ার জাদুঘর পরিদর্শন এবং দর্শনার্থীদের বইতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন প্রণয় ভার্মা দম্পতি
টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে বিসিএস ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা
১ বছর আগে
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ-এর নির্বাহী চেয়ারম্যান ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রাতঃরাশ বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টনি ব্লেয়ার ইনস্টিটিউটের বৈশ্বিক ভবিষ্যতের জন্য নেতা ও সরকারকে সজ্জিত করার লক্ষ্যের প্রশংসা করেন।
আরও পড়ুন: এলডিসি-৫ সম্মেলন: দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকাকালীন টনি ব্লেয়ারের সঙ্গে তার বিভিন্ন বৈঠকের কথা স্মরণ করেন।
ইহসানুল করিম বলেন, উভয়েই বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক পর্যালোচনা করেছেন।
তারা খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট নিয়ে কথা বলেন, যেহেতু ইংল্যান্ড ক্রিকেট দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছে।
মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এলডিসি-৫ সম্মেলনে যোগ দিতে দোহার উদ্দেশে রওনা হবেন শনিবার
১ বছর আগে