চিকিৎসকের ওপর হামলা
খুলনায় চিকিৎসকের ওপর হামলা: ৭ দিনের কর্মবিরতি স্থগিত
খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার সভাপতি শেখ বাহারুল আলম এ ঘোষণা দেন। ঘোষণার পরই চিকিৎসকদের কর্মক্ষেত্রে যোগদানের আহ্বান জানানো হয়।
শনিবার সকাল দশটায় বিএমএ ভবনে সংগঠনটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসেন খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় প্রশাসন ডাক্তারদের দাবি বাস্তবায়ন করবে। এছাড়াও ডাক্তারদের দাবির প্রতি সমার্থন জানান মেয়র তালুকদার আব্দুল খালেক।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতির ৩য় দিনে চিকিৎসা না পেয়ে রোগীদের ভোগান্তি অব্যাহত
বৈঠকে খুলনা বিএমএ’র নেতৃবৃন্দ, চিকিৎসকদের অন্যান্য সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
ডা. নিশাত আবদুল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল ৬টা থেকে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জরুরি সভা শেষে কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনের জেলা সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকের ওপর হামলা: কর্মবিরতির ২য় দিনে চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে রোগীরা
১ বছর আগে