ভবন আংশিক ধস
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ভবন আংশিক ধসে নিহত ৩, আহত ১০
ঢাকার সায়েন্স ল্যাব এলাকায় বিস্ফোরণে একটি ভবন আংশিক ধসে পড়ায় অন্তত তিনজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার শহীদুল্লাহ জানান, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সকাল ১০টা ৫২ মিনিটের দিকে বিস্ফোরণের পর তিনতলা ভবনটি আংশিক ধসে পড়ে।
৭৫৭ দিন আগে