আহত ৪
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের, আহত ৪
গোপালগঞ্জে বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
নিহতরা হলেন- ইসলাম (২৫) ও তার ভাগ্নে মো. হোসাইন (১০)। দুইজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম মজুমদার বলেন, লাশগুলো গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন:
১ মাস আগে
যশোরে প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ৪
যশোরের বাঘারপাড়ায় ভ্যানে করে প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুজ্জামান (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ৮টার দিকে বাঘারপাড়ার আয়াপুর গ্রামে দুর্ঘটনাটি ঘাটে।
আরিফুজ্জামান বলরামপুরের পুলিশের উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মনিরের ছেলে এবং চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবক নিহত
আহতরা হলেন- বলরামপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে সিনফা (১৩), নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে ফয়সাল (২৪) ও একই গ্রামের আলমাস মোল্লার ছেলে গালিব হোসেন (২২)।
এদের মধ্যে সিনফার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন।
এসআই মনির ও এলাকাবাসী জানান, প্রাইভেট পড়তে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় আরিফুজ্জামানের মৃত্যু হয়। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হন চারজন। তাদের মধ্যে তিনজনকে যশোর জেনারেল হাসপাতাল এবং চালককে ভর্তি করা হয়েছে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
হাসপাতালের চিকিৎসক জুবায়ের বলেন, আরিফুজ্জামানকে সকালে মৃত অবস্থায় আনা হয়। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে শিশুসহ নিহত ৮
জয়পুরহাটে অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্র নিহত
২ মাস আগে
খুলনায় দুই বংশের সংঘর্ষে নিহত ১, আহত ৪
খুলনার তেরখাদায় দুই বংশের সংঘর্ষে মো. ফারুক মীর (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের কোলা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের শঙ্কায় মন্দিরে ১৪৪ ধারা জারি
নিহত ফারুক মধুপুর গ্রামের মো. গাউস মীরের ছেলে। আহতরা হলেন- নুরু মোল্লা (৪০), জসিম মীর (৪০), গাউছ মীর (৭০) ও ইলিয়াছ (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মধুপুর গ্রামে দুই বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত পৌনে ৮ টার দিকে কোলা বাজারে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছে। এছাড়া সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
গাজীরহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়-বিএম কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১৫৫
গাজীপুরে দুই গ্রুপের সংঘর্ষে কলেজছাত্র নিহত
৩ মাস আগে
বরিশালে পুলিশ ও বক্স ও আমর্ড ব্যাটালিয়নের গাড়ি ভাঙচুর, আহত ৪
বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি শেষে ফেরার পথে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের গাড়ি ও পুলিশ বক্স ভাঙচুর করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
শনিবার (৩ আগস্ট) দুপুরে মহাসড়কের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান প্রত্যাখ্যান করলেন শিক্ষার্থীরা
তবে ছাত্র আন্দোলনের একাধিক সংগঠক জানিয়েছেন, ভাঙচুরের ঘটনায় কোনো শিক্ষার্থী জড়িত নয়। তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে দুস্কৃতিকারীরা এই ঘটনা ঘটিয়েছে।
এর আগে, প্রবল বৃষ্টি উপেক্ষা করে বেলা ১১টার দিকে বিএম কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল নিয়ে সাড়ে ১১টার দিকে শহরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। দুপুর দেড়টা পর্যন্ত টার্মিনালের সামনে অবস্থান করার পর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের হাতেম আলী কলেজ সংলগ্ন মহাসড়কের দিকে যান। সেখানে দুপুর আড়াইটা পর্যন্ত অবরোধ করে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন তারা।
আরও পড়ুন: শহীদ মিনারে সর্বস্তরের মানুষের সমাগম
এসময় আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনার বিচার এবং সরকারের পদত্যাগ দাবি করেন আন্দোলনকারীরা।
এর আগে, মহাসড়কের আমতলা মোড় এলাকায় ঘণ্টাখানেক অবরোধ করেন শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীরা। তিন ঘণ্টা মহাসড়ক অবরোধের কারণে দুই পাশে শত শত যানবাহন আটকে যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়।
৪ মাস আগে
যশোরে পিকআপচাপায় নিহত ১, আহত ৪
যশোরের বাঘারপাড়ায় পিকআপচাপায় সিদ্দিক শেখ (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (১২ জুলাই) সকাল ৬টার দিকে যশোর-নড়াইল সড়কের শ্রীরামপুরে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপচাপায় এসআই নিহত
সিদ্দিক বাঘারপাড়ার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত শুকুর শেখের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের মোস্তাক মোল্যার ছেলে সুফিয়ান, আক্কাছ মোল্যার ছেলে সাহিদুল, বারিক মোল্যার ছেলে মজিদ ও জালাল মোল্যার ছেলে কবির।
আহতরা জানান, তারা মাছ ধরার জন্য বাড়ি থেকে বেরিয়ে যশোর নড়াইল সড়ক পার হচ্ছিলেন। ওই সময় নড়াইল থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় পিকআপচাপায় সিদ্দিকের মৃত্যু হয়। আহত হন চারজন।
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলি হাসান বলেন, ‘আহতরা প্রাথমিক চিকিসৎসা নিয়েছেন।’
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুজ্জামান বলেন, ‘পিকআপটি জব্দ করেছে পুলিশ। পিকআপ চালককে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন: যশোরে পিকআপচাপায় সাইকেল আরোহী নিহত
ডাকাতির পর পালানোর সময় পিকআপচাপায় পথচারী নিহত, স্বর্ণ ব্যবসায়ীসহ আহত ৩
৫ মাস আগে
দিনাজপুরে নসিমনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৪
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক ও গরুবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের সহকারী নিহত
নিহতরা হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওনা গ্রামের আমান উদ্দিন (৪৫) এবং একই উপজেলার পারাইল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেনহাজুল (৪০)।
স্থানীয়রা জানান, উত্তর সুজাপুর এলাকা থেকে আসা গরুবাহী নসিমনের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আরেকজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার বিষয়ে সড়ক পরিবহন আইন মামলা দায়ের করবেন তারা।
আরও পড়ুন: সিলেটে প্রাইভেটকারে ট্রাকের ধাক্কায় স্ত্রী-স্বামী নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, চালকের মৃত্যু
৫ মাস আগে
নবাবগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
ঢাকার নবাবগঞ্জ ও দোহার আঞ্চলিক সড়কে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আঞ্চলিক সড়কের খারশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুইজন হলেন, দোহার উপজেলার নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের বাসিন্দা শেখ আব্দুর রহমান এবং জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র মো. শাহীন।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত
শাহিন দোহারের ইসলামপুর খালপাড় গ্রামের শেখ রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, সিএনজিতে করে শনিবার সকালে দোহারের জয়পাড়া কলেজ মোড় থেকে পাঁচজন যাত্রী কেরানীগঞ্জের কদমতলীর দিকে যাচ্ছিল।
সিএনজিটি খারশুর তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নবকলি পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুর রহমান ও শাহীনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল বলেন, ঢাকার নবাবগঞ্জ সড়কের খারশুর তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের যুবক নিহত
৫ মাস আগে
যশোরে বাস উল্টে নিহত ২, আহত ৪
যশোরে সেন্টমার্টিন পরিবহণের একটি বাস উল্টে দুইজন নিহত ও অন্তত চারজন আহত হয়েছেন।
সোমবার (২৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের যশোর সদর উপজেলার তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিতে কর্মজীবী-শিক্ষার্থীদের যাতায়াত ব্যাহত
নিহতদের একজন বাসযাত্রী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নীলকণ্ঠপুর গ্রামের আছান আলীর ছেলে হাশেম আলী।
অন্যজন বাসটির সুপারভাইজার। তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
আহতদের মধ্যে দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সাতক্ষীরার দেবভাটার নোয়ারচর গ্রামের মৃত জগদীশ মন্ডলের ছেলে শ্রী প্রদীপ কুমার, কালিগঞ্জ উপজেলার কাজলা গ্রামের নজরুল ইসলামের ছেলে ওমর ফারুক।
নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির আহমদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত চারজন।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় জেলাগুলোতে নিহত ৭
কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা, পিকআপ চালক নিহত
৬ মাস আগে
ভোলায় সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ, আহত ৪
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে ভোলা সদর উপজেলার কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২১ মে) দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনকে ঘিরে ভোলায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এছাড়া প্রভাব বিস্তারের দায়ে ৩ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে ভ্রাম্যমাণ আদালত ২ জনের ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন: বিদ্যালয়ের কমিটির নির্বাচন নিয়ে সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের রতনপুর বাজার সংলগ্ন রতনপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আনারস ও মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থীদের কর্মী- সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ায় ঘটনা ঘটে। এসময় কয়েক ককটেল বিস্ফোরণে ঘটনায় এলাকার ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ-বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়ায় ভোট কেন্দ্রে আসার সময় ও বাপ্তা ইউনিয়নের চৌদ্দঘর স্কুল এলাকায় মোটরসাইকেল ও আনারস প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে আহত ৪ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ভোলার চর সামাইয়া শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এসময় প্রভাব বিস্তারের দায়ে ৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ২ রাউন্ড ফাঁকাগুলি। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ জনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা বলেন, খবর পেয়ে তারা শিবপুর ছুটে আসেন। শিবপুরসহ অন্যান্য এলাকায় এখন দুই পক্ষ শান্ত রয়েছে।
আরও পড়ুন: পলাশবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত, আটক ১
শেরপুরে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে ২ কিশোর নিহত
৭ মাস আগে
লন্ডনে তলোয়ার নিয়ে হামলায় কিশোরের মৃত্যু, আহত ৪
পূর্ব লন্ডনের একটি শহরতলীতে এক ব্যক্তি তলোয়ার নিয়ে জনসাধারণ ও পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। মঙ্গলবার ভোরের এ ঘটনায় ১৩ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। আরও ৪ জন আহত হয়।
ছুরিকাঘাতে আহত দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হাইনল্ট আন্ডারগ্রাউন্ড স্টেশনের কাছে একটি আবাসিক এলাকা থেকে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই আক্রমণকে সন্ত্রাস সংশ্লিষ্ট বা 'টার্গেটেড অ্যাটাক' হিসেবে বিবেচনা করা হচ্ছে না।
আরও পড়ুন: কেনিয়ায় চলমান বন্যায় অন্তত ৭০ জন মারা গেছেন, আরও বৃষ্টির পূর্বাভাস
চিফ সুপারিনটেনডেন্ট স্টুয়ার্ট বেল এই ঘটনাকে 'সত্যিকার অর্থেই ভয়ংকর' বলে বর্ণনা করেছেন।
পূর্ব লন্ডনের ওই বাড়ির বাইরে তিনি বলেন, 'আক্রান্ত ব্যক্তিদের অবস্থা কেমন, আমি কল্পনাও করতে পারছি না।’
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে হাইনল্ট আন্ডারগ্রাউন্ড স্টেশনের কাছে একটি আবাসিক এলাকা থেকে ফোন আসে যে একটি গাড়ি ওই এলাকায় একটি বাড়িতে ঢুকে লোকজনকে ছুরিকাঘাত করছে।
তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।
ব্রিটিশ গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, হলুদ হুডি পরা এক ব্যক্তি লম্বা তলোয়ার বা ছুরি হাতে ওই এলাকার বাড়িগুলোর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ চিৎকার করে সন্দেহভাজন ওই ব্যক্তিকে অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানাচ্ছিল বলে শুনেছেন তারা।
এই ঘটনাকে 'মর্মান্তিক' উল্লেখ করে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, 'আমাদের রাস্তায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।’
ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে অ্যাডেলেকান বলেন, এ ঘটনায় বড় আকারের কোনো হুমকি রয়েছে বলে পুলিশ বিশ্বাস করে না।
তিনি আর বলেন, ‘আমরা আর কোনো সন্দেহভাজনকে খুঁজছি না। এই ঘটনা সন্ত্রাসের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে না।’
ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, ওই এলাকায় পুলিশি তদন্তের কারণে হাইনল্ট আন্ডারগ্রাউন্ড স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪ কর্মকর্তা নিহত
গাজায় মৃত মায়ের গর্ভ থেকে উদ্ধারের ৫ দিন পর মারা গেছে শিশুটি
৭ মাস আগে