বালতি
বালতির পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুরের খন্ধকার পাড়ায় বালতির পানিতে ডুবে শান্তা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ির উঠানে রাখা বালতির পানিতে শান্তা খেলা করতে গেলে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ে ছাই অর্ধশতাধিক ঘর
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির উঠানে রাখা বালতির পানিতে শান্তা খেলা করতে গেলে বালতির পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর শান্তার দাদি গোসল করাতে গিয়ে দেখতে পায় শিশুটি বালতির ভেতর ডুবে আছে।
এ সময় তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে শান্তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
আরও পড়ুন: সিলেটে সিএনজির চাপায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামে এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
৬ মাস আগে
বরিশালে সেফটি ট্যাংকে পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে বাবা ও ছেলের মৃত্যু
বরিশালের বানারীপাড়ায় রবিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে সেফটি ট্যাংকে পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
নিহতেরা হলেন- বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের হাওলাদার বাড়ির আবুল কালাম হাওলাদার (৭০) এবং তার ছেলে কামরুল ইসলাম হায়দার (৪৩)।
আরও পড়ুন: বরিশালে স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে স্বামীর যৌতুক দাবির মামলা!
বানারীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই জানান, কয়েকদিন আগে তারা নিজ বাড়িতে নতুন সেফটিক ট্যাংক নির্মাণ করেন। রবিবার (২৭ আগস্ট) সকালে সেন্টারিং খুলতে সেফটি ট্যাংকির মধ্যে জমে থাকা পানি পরিষ্কার করতে গিয়ে বালতিটি ট্যাংকের ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়া বালতি তুলতে গিয়ে ট্যাংকের মধ্যে নেমে ছেলে কামরুল ইসলাম অজ্ঞান হয়ে পড়েন। ছেলেকে উদ্ধারের জন্য সেপটিক ট্যাংকে নামলে বাবাও অজ্ঞান হয়ে পড়েন।
তিনি বলেন, পরে স্বজন ও স্থানীয়রা অচেতন অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এসআই ওসমান গনি আরও বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: বরিশালে শিশু ধর্ষণের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নিহত
১ বছর আগে
ঠাকুরগাঁওয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও সদরের রুহিয়ায় বালতির পানিতে ডুবে ১৩ মাস বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মার্চ) বিকালে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম লাবিবা আক্তার রিমু। সে রাজাগাঁও ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের রমজান আলীর মেয়ে।
আরও পড়ুন: পাইকগাছায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি বাড়ির পাশে দাদির সঙ্গে হাঁটছিল। এক সময় শিশুটি দাদির অজান্তে বাড়ির দিকে ফিরে টিউবওয়েলের কাছে চলে যায়। সেখানে পানি ভর্তি একটা বালতি রাখা ছিল। বালতিতে সে উল্টে পড়ে।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, পরিবারের লোকজন শিশুটিকে বালতি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
আরও পড়ুন: নিকলীতে নদীর পানিতে পড়ে শিশুর মৃত্যু
নগরকান্দায় ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু
১ বছর আগে