বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
চট্টগ্রামে ৭ মার্চ উদযাপন, চলছে জয় বাংলা কনসার্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে এবারও আয়োজন করা হয়েছে জয় বাংলা কনসার্টের। চলতি বছর প্রথমবারের মতো এ কনসার্ট আয়োজন করা হয়েছে বন্দর নগরী চট্টগ্রামে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ৯টি ব্যান্ডের পরিবেশনায় শুরু হয় কনসার্ট। এর মধ্যে রয়েছে আর্টসেল, ক্রিপ্টিক ফেইট, অ্যাভয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, চট্টগ্রামের ব্যান্ড তীরন্দাজ, কার্নিভাল।
বিকেল ৩টার দিকে মঞ্চে উঠে অনুষ্ঠানের সূচনা করে স্থানীয় ব্যান্ড তীরন্দাজ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটি গানসহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করে ব্যান্ডটি।
তাদের পারফরম্যান্সের পর কার্নিভাল ব্যান্ড বিকেল ৩টা ৪০ মিনিটে মঞ্চে ওঠে। এরপর একে একে গান করবেন মেঘদল, অ্যাভয়েড রাফাসহ অন্যান্য ব্যান্ডগুলো। রাত সাড়ে ১০টায় আর্টসেলের পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে জয় বাংলা কনসার্টের।
আরও পড়ুন: বন্দরনগরীতে আসছে জয় বাংলা কনসার্ট
কনসার্ট ঘিরে শুরু থেকেই ছিল বাড়তি উত্তেজনা। রেজিস্ট্রেশন শুরুর পর মাত্র আধা ঘণ্টার মধ্যেই দৈনিক রেজিস্ট্রেশনের কোটা পূরণ হয়ে যায় বলে জানায় ইয়াং বাংলা।
বর্তমান প্রজন্মকে দেশের ঐতিহাসিক এই দিনের সঙ্গে সংযুক্ত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে এই কনসার্টের আয়োজন করে আসছে। মাঝে করোনা মহামারির কারণে ২০২১-২২ সালে কনসার্ট আয়োজন করা হয়নি। এবারই প্রথম ঢাকার বাইরে এর আয়োজন করা হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ শত ভাষণের একটি। আর একাত্তরে মুক্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ করেছিল ‘জয় বাংলা’ স্লোগান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাতে জয় বাংলা কনসার্টের ব্যানার-পোস্টার
৭ মাস আগে
জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে স্মারক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয় প্রেস ক্লাব ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ‘৭ মার্চ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বর্তমান প্রাসঙ্গিকতা’ বিষয়ক স্মারক বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে স্মারক বক্তৃতা দেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের সব কর্মকাণ্ড ১১ দিনের জন্য স্থগিত
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও মো. আশরাফ আলী, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেমিনার, ‘মিট দ্য প্রেস’ ও আন্তর্জাতিক লিয়াঁজো উপ-কমিটি আহ্বায়ক ও অ্যাসোসিয়েট প্রেস (এপি) ব্যুরো চীফ জুলহাস আলম।
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে মানুষের মুক্তির দিক নির্দেশনা প্রদান করে। তাই ১৮ মিনিট ৩১ সেকেন্ডের এই ঐতিহাসিক বক্তৃতাটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছে।
তিনি বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’-এই উচ্চারণের মাধ্যমে তিনি মানুষের মুক্তির কথা বলেছেন।
সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, বর্তমান বাংলাদেশে নানা বাস্তবতায় ৭ মার্চের ভাষণ আমাদের প্রেরণা যোগায়। এই বক্তব্য নিয়ে আলোচনা, গবেষণা এবং এর বহুমাত্রিকতা নিয়ে নতুন প্রজন্মের কাছে যেতে হবে।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সব সময়ের জন্য প্রাসঙ্গিক। আলোচনা অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি ও সিনিয়র সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে।
আরও পড়ুন: জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য এইউ এম ফখরুদ্দিন মারা গেছেন
জাতীয় প্রেস ক্লাবে আব্দুল গাফফার চৌধুরীর জানাজা শনিবার
১ বছর আগে