সালিসি বৈঠক
চট্টগ্রামে সালিসি বৈঠকে হামলা, যুবক নিহত
চট্টগ্রামের বাঁশখালীতে একটি সালিসি বৈঠক চলাকালে প্রতিপক্ষের হামলায় শাহাবুদ্দিন (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাইলছড়ি মাইদার পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, উপজেলার বাইলছড়ি মাইদার পাড়া এলাকার দুইটি পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তিতে বুধবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান-এর মধ্যস্থতায় সালিসি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে দুই পক্ষ কথা কাটাকাটি ও সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় প্রতিপক্ষের হামলায় শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি গুরুতর আহত হন।
আরও পড়ুন: পঞ্চগড়ে কাদিয়ানিদের জলসায় হামলাকারীর বেশিরভাগই বিএনপি-জামায়াতের সমর্থক: তথ্যমন্ত্রী
পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সকাল ১০টার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, সংঘর্ষ চলাকালে তিন ব্যক্তি আহত হয়েছেন।
বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আরও পড়ুন: খুলনায় চিকিৎসকের ওপর হামলা: ৭ দিনের কর্মবিরতি স্থগিত
১ বছর আগে