উত্তোলনকারী
চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ৩ বালু উত্তোলনকারীর কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পদ্মানদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ভোর ৪টার দিকে পদ্মা নদীর সাত্তার ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার মোস্তফার ছেলে আজিজুল(৪৫), একই এলাকার সাইফুলের ছেলে হেলাল(২৪) ও বাবুপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে বারিউল ইসলাম(২৫)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার (ভূমি) শিবগঞ্জ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বুধবার ভোর ৪টার দিকে পদ্মা নদীর সাত্তার ঘাট এলাকায় ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: ফেনীতে মাদক মামলায় পুলিশ-আইনজীবীসহ ১৩ জনের কারাদণ্ড
এ সময় পদ্মা নদী থেকে অবৈধভবে বালু উত্তোলনরত অবস্থায় ট্রাক্টরসহ আজিজুল, হেলাল ও বারিউল ইসলাম নামে তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে আজিজুলকে এক বছরের বিনাশ্রম এবং হেলাল ও বারিউল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
শিবগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনায় সহায়তা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের ভ্র্যাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ফতুল্লায় শিশু হত্যায় মায়ের আমৃত্যু কারাদণ্ড, প্রেমিকের মৃত্যুদণ্ড
১ বছর আগে