আর্মি স্টেডিয়াম
‘জয় বাংলা’ কনসার্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জয় বাংলা কনসার্ট ২০২৩ যোগ দিয়েছেন।
এ বছর গুলিস্তান বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় জয় বাংলা কনসার্ট।
প্রধানমন্ত্রী এর আগে বুধবার বিকালে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আয়োজিত পঞ্চম জাতিসংঘ সম্মেলনে (এলডিসি-৫) যোগ দিতে কাতার সফর শেষ করে দোহা থেকে দেশে ফিরে আসেন।
বিগত বছরগুলোর মতো এবারও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্মরণে অনুষ্ঠিত হয় জয় বাংলা কনসার্ট।
২০১৫ সাল থেকে শুরু হওয়া এই কনসার্ট কোভিড-১৯ মহামারির জন্য গত দুই বছর অনুষ্ঠিত হয়নি। এবার সপ্তমবারের মতো জয় বাংলা কনসার্টের আয়োজন করেছে 'ইয়ং বাংলা'।
‘ইয়ং বাংলা’ একটি যুব প্ল্যাটফর্ম যা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) দ্বারা পরিচালিত।
মূলত নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলতেই এই কনসার্টের আয়োজন করা হয়।
এটি সাধারণত প্রতি বছর ৭ মার্চ অনুষ্ঠিত হয়, তবে পবিত্র শব-ই-বরাতের কারণে এই বছরের অনুষ্ঠানটি ৮ মার্চে আয়োজন করা হয়েছে।
বিখ্যাত স্থানীয় ব্যান্ড-আর্টসেল, এভয়েড রাফা, লালন, চিরকুট, ক্রিপ্টিক ফেট, কার্নিভাল, মেঘদোল, নেমেসিস এবং আরেক্টা রক ব্যান্ড কনসার্টে পারফর্ম করে।
আরও পড়ুন: ইয়ুথ গ্লোবালের পৃষ্ঠপোষকতা পাচ্ছে শিল্প-সংস্কৃতির ১৪ প্লাটফর্ম
ঢাবিতে পাঁচ দিনব্যাপী বাংলা চলচ্চিত্র উৎসব শুরু
১ বছর আগে