সতীশ কৌশিক
চলে গেলেন বলিউড অভিনেতা-পরিচালক সতীশ কৌশিক
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। বৃহস্পতিবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার ঘনিষ্ঠ বন্ধু অনুপম খেরের বরাত দিয়ে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে।
অনুপম খেরের মতে, কৌশিক যখন দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন তখন তিনি অস্বস্তি বোধ করেছিলেন। তিনি ড্রাইভারকে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন। কিন্তু হাসপাতাল যাওয়ার পথে তিনি বুধবার দিবাগত রাত ১টার দিকে হার্ট অ্যাটাকের শিকার হন।
এক টুইট বার্তায় কৌশিকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন খের।
আরও পড়ুন: ‘হৃদরোগে আক্রান্ত হয়েছেন’ বললেন সুস্মিতা সেন
তিনি টুইট করে বলেন, আমি জানি মৃত্যুই চূড়ান্ত সত্য, কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি যে আমার পরম বন্ধু সতীশ কৌশিককে নিয়ে এভাবে লিখতে হবে। ৪৫ বছরের বন্ধুত্বের হঠাৎ পূর্ণ বিরাম ঘটল। সতীশ তোমাকে ছাড়া জীবন কখনোই আগের মতো হবে না! ওম শান্তি!
ন্যাশনাল স্কুল অব ড্রামা অ্যান্ড ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়ার প্রাক্তন ছাত্র সতীশ কৌশিক জানে ভি দো ইয়ারো, মিস্টার ইন্ডিয়া, দিওয়ানা মাস্তানা, উড়তা পাঞ্জাব-এর মতো চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত ছিলেন।
কৌশিক বলিউডে চলচ্চিত্র নির্মাণের জন্যও পরিচিত ছিলেন। একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি বলিউডের সবচেয়ে জনপ্রিয় কিছু হিট চলচ্চিত্র পরিচালনা করেছেন। যেমন সালমান খান অভিনীত ‘তেরে নাম’ এবং কারিনা কাপুর খান ও তুষার কাপুর অভিনীত ‘মুঝে কুছ কেহনা হ্যায়’।
তার আকস্মিক মৃত্যুর খবরে বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন: মাইক সিনেমার গান ‘একটা আঙুল’ এর মুক্তি
ছবির শুটিং করতে গিয়ে আহত ভারতীয় মেগাস্টার অমিতাভ বচ্চন
১ বছর আগে