পণ্য বিক্রি শুরু
রমজানকে সামনে রেখে টিসিবির ৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু
রাষ্ট্রীয় মালিকানাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ রমজানকে সামনে রেখে পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক অনুষ্ঠানে ভোজ্যতেল, চিনি, খেজুর, ছোলা ও মসুর- এই পাঁচটি পণ্য বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
পবিত্র রমজান মাস উপলক্ষে সারাদেশে এক কোটি নিম্ন-আয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে দুই দফায় এই নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো বিক্রি করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রতি মাসে দেশের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল, চিনি বিক্রি করা হচ্ছে। তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে ঢাকা শহরে খেজুর ও ছোলা বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: রমজানের আগে ওএমএসের ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে টিসিবি
পাঁচটি পণ্যের দর হলো- চিনি ৬০ টাকা কেজি, মসুর ডাল ৭০ টাকা কেজি, সয়াবিন তেল ১১০ টাকা লিটার, ছোলা ৫০ টাকা কেজি এবং খেজুর ১০০ টাকা কেজি (শুধু ঢাকা শহরে)।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দ্বিতীয় কিস্তি এপ্রিল মাসের শুরুতে বিক্রি করা হবে।
কার্ডধারীরা টিসিবির নির্দিষ্ট বিক্রয় কেন্দ্র এবং ডিলারের আউটলেট থেকে ভর্তুকিতে পাঁচটি পণ্য কিনতে পারবেন।
একজন কার্ডধারী একবারে দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, চিনি, ছোলা এবং খেজুর এক কেজি করে কিনতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান।
আরও পড়ুন: ১ কোটি পরিবারের জন্য বৃহস্পতিবার থেকে পণ্য বিক্রি শুরু টিসিবির
১ বছর আগে