অর্ধশত
চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত অর্ধশত
হবিগঞ্জের নবীগঞ্জে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলায় কালিয়ারভাংগা ইউনিয়নে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন: কচুয়ায় হঠাৎ কালবৈশাখী ঝড়, লন্ডভন্ড অর্ধশতাধিক ঘরবাড়ি
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গরিব অসহায়দের মাঝে চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের অর্ধশত লোকজন আহত হয়।
পরে নবীগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের নবীগঞ্জ ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আল আমিন নামে একজনকে সিলেটে পাঠানো হয়েছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে অর্ধশতবর্ষী গাছ কেটে র্যাম্প নির্মাণ করতে চায় সিডিএ, আন্দোলনের হুমকি নাগরিক সমাজের
লালমনিরহাটে দাঁড়ানো ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, অর্ধশত যাত্রী আহত
৭ মাস আগে
বরিশালে নৌ-পুলিশের ওপর হামলা: অর্ধশত জেলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮
বরিশালের হিজলার মেঘনা নদীতে নৌ-পুলিশের ওপরে হামলার ঘটনায় অর্ধশত জেলেকে আসামি করে মামলা হয়েছে।
শনিবার সন্ধ্যায় হিজলা থানায় মামলা করেছেন নৌ-পুলিশ কর্মকর্তা।
এর আগে দিনভর অভিযান চালিয়ে মামলার আসামি আট জেলেকে গ্রেপ্তার করা হয়েছে বলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানিয়েছেন।
আরও পড়ুন: চাঁদপুরে উপজেলা জামায়াতের আমিরসহ গ্রেপ্তার ১৪
গ্রেপ্তার জেলেরা হলেন- হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জাবেদ আলী মাঝির ছেলে আ. রাজ্জাক মাঝি (৫৮), একই এলাকার আমির হোসেন দর্জির ছেলে বশির হোসেন দর্জি (১৯), চর কুশরিয়ার জাকির রাঢ়ির ছেলে ইসমাইল রাঢ়ি (১৯), একই এলাকার ইউসুফ সর্দারের ছেলে সাব্বির হোসেন (১৯), গঙ্গাপুরের রাজ্জাক সরদারের ছেলে রাকিব সর্দার (১৯), একই এলাকার আ. রাজ্জাক চৌকিদারের ছেলে পারভেজ চৌকিদার (৫০), হিজলার চরজানপুর এলাকার আ. মন্নান মাতবরের ছেলে শাহীন মাতবর (২১) ও গোসাইরহাটের নান্নুমুন্সীকান্দি এলাকার আজারুল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৮)।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা বলেন, নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. নাসিরউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় সরকারি কাজে বাঁধা দেয়া ও হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত ও সাধারণ জখমের অভিযোগ আনা হয়েছে।
তিনি আরও বলেন, এছাড়া মামলায় নামধারী ২৭ জন ও অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় মেঘনা নদীর অভয়াশ্রমে ৭নং ঘাট এলাকায় জেলেদের অবৈধভাবে ফেলা জাল উত্তোলনের সময় পুলিশের ওপর হামলা করে জেলেরা।
এতে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ চন্দ্রসহ অন্তত ১৬ জন আহত হয়।
আরও পড়ুন: কলাপাড়ায় ১০ বছরের শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১
পঞ্চগড়ে কাদিয়ানি সংঘর্ষ: মামলা বেড়ে ১৬, গ্রেপ্তার ১৭৩
১ বছর আগে