ইমো হ্যাকিং
নাটোরে ‘ইমো হ্যাকিং’ চক্রের ৪ সদস্য আটক: র্যাব
নাটোরের লালপুরের দুটি স্থানে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ‘ইমো হ্যাকিং’ চক্রের চার সদস্যকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সাহায্যে লালপুর উপজেলার বিরোপাড়া ও বিলমারিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে নাটোর র্যাব ক্যাম্পের সদস্যরা।
আটক ব্যক্তিরা হলেন- আরিফ (২৪), বিজয় সরদার (২২), মোহন (২৪) ও আল-আমিন (২০)।
আরও পড়ুন: ইমোতে ছাত্রীকে প্রশ্ন দিয়ে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
নাটোর র্যাব ক্যাম্পের কমান্ডার ফাহাদ হোসেন বলেন, এই চক্রটি গত ২ মার্চ চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার সৌদী প্রবাসী জাকির হোসেনের ইমো অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার মাধ্যমে তার স্ত্রীর কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয়।
তিনি আরও বলেন যে ভুক্তভোগী পরিবার ঢাকায় র্যাবের কাছে অভিযোগ দিলে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে ১১টি মোবাইল ও ১৭টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে সার্ভার হ্যাক করে জন্ম নিবন্ধন সনদ তৈরি: ৫ জন আটক
১ বছর আগে