আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩: ঢাকায় চূড়ান্ত পর্ব শুরু আজ
শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩ এর দুই দিনব্যাপী চূড়ান্ত পর্ব শুরু হতে যাচ্ছে আজ।
আজ সোমবার থেকে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে চূড়ান্ত আসরটি শুরু হবে।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের (বিএএফ) আয়োজনে দেশের সবচেয়ে বড় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন হবে আজ বিকাল ৩টায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বিএএফ সভাপতি এম তোফাজ্জেল হোসেন মিয়া।
গত জানুয়ারিতে শুরু হয় দেশব্যাপী অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম পর্ব। প্রতিযোগিতার চারটি বিভাগে ৩২টি ইভেন্টে সমস্ত উপজেলা থেকে প্রায় ৫০ লাখ আত্মবিশ্বাসী ক্রীড়াবিদ অংশগ্রহণ করে।
আরও পড়ুন: ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ জিতেছেন কেনিয়ার কিপ্রোটিচ
‘এ’ এবং ‘বি’ গ্রুপে, ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ১০০-মিটার এবং ২০০-মিটার দৌড়, উচ্চ লাফ এবং লং জাম্পে প্রতিদ্বন্দ্বিতা করছে।
‘সি’ এবং ‘ডি’ গ্রুপে, নবম এবং দশম-শ্রেণির শিক্ষার্থীরা ১০০-মিটার, ২০০-মিটার, ৪০০-মিটার, ৮০০ মিটার, এক হাজার ৫০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জ্যাভলিন থ্রো, শট পুট, ডিসকাস থ্রো এবং ৪×১০০-মিটার রিলে রেস করে।
আন্তঃউপজেলা পর্যায়ের প্রতিযোগিতা জানুয়ারিতে, জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ‘প্রথম আন্তর্জাতিক বীচ র্যাপিড দাবা প্রতিযোগিতা-২৩’ শুরু শুক্রবার
বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন অনূর্ধ্ব-২৩ ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু
১ বছর আগে