পৃথক দুর্ঘটনা
মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ২
মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুটি মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৬ এপ্রিল) সকালে সিরাজদিখান উপজেলার নিমতলিতে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এই দুর্ঘটনা ঘটে।
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে এসব হতাহত হয়।
নিহত ইউসুফ খান(৫২) ফরিদপুর জেলার সালথা থানার বাউশখালী গ্রামের বেদন খানের ছেলে।
আরও পড়ুন: পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থী নিহত
এর আগে গভীর রাতে এক্সপ্রেসওয়েটির শ্রীনগরের হাসাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রংপুরের আলিমুল (২৭) এবং রাজধানীর মুগদাপাড়ার আব্দুর রহমান (২৫) আহত হন। ফায়ার সার্ভিস তাৎক্ষণিক তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন না মানার কারণেই দুর্ঘটনা দুটি ঘটে। ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া যানবাহন দুটি শনাক্তের কাজ চলছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
৮ দিন আগে
এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪, আহত ২১
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন।
শুক্রবার (৩ জানুয়ারি) শ্রীনগর হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা যানের সঙ্গে বাসের সংঘর্ষে চালক ও হেলপার নিহত এবং পাঁচজন আহত হন।
এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিরাজদিখানের নিমতলায় মাওয়ামুখী কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় ২ জন নিহত ও ১৬ জন আহত হন।
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সিরাজদিখানের নিমতলায় মাওয়ামুখী কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় আব্দুল্লাহ পরিবহনের হেলপার জীবন ও বাস যাত্রী রায়হান নিহত হন। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে যায়।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
নিহতরা হলেন- শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের মো. জীবন ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের মো. রায়হান। নিহতদের লাশশ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
অপরদিকে শ্রীনগর হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা যানের সঙ্গে বাসের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হন। আহত হন আরও পাঁচজন।
১২১ দিন আগে
মহেশপুরে পৃথক দুর্ঘটনায় ২ যুবক নিহত
ঝিনাইদহের মহেশপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার (১ মার্চ) সকাল দিকে উপজেলার সস্তার বাজার ও গয়েশপুর গ্রামে বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার যোগিহুদা গ্রামের আব্দুল মালেকের ছেলে জিসান ও যাদবপুর ইউনিয়নের বড়বাড়ি গ্রামের রবিউল্যার ছেলে মমিনুর রহমান।
আরও পড়ুন: ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় নিহত ৭০
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, জিসান মোটরসাইকেল নিয়ে লেবুতলা গ্রামে যাওয়ার পথে একটি আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে জিসান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, অপরদিকে একই উপজেলার গয়েশপুর গ্রামের মমিনুর রহমান মোটরসাইকেল নিয়ে বাঁশ বোঝায় ভ্যানকে ধাক্কায় দেয়। এতে মমিনুর রহমান ঘটনাস্থলেই মারা যায়। নিহতের লাশ উদ্ধার করে মহেশপুর থানায় রাখা হয়েছে।
আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৪৬
বেইলি রোডে অগ্নিকাণ্ডে নিহত ৪৩
৪২৯ দিন আগে
চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ৩ শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় পৃথক দুর্ঘটনায় ৩ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (২৩ জুলাই) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আলমডাঙ্গা উপজেলায় পানিতে ঢুবে ৬ মাস বয়সী ইয়াসিন, দামুড়হুদা উপজেলায় চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে রাশেদ (২) এবং জীবননগর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আয়েশা সিদ্দীকা (৯) নামের এই তিন শিশুর মৃত্যু ঘটে।
সংশ্লিষ্ট ৩ থানার ভারপ্তাপ্ত কর্মকর্তারা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আলমগীর হোসেনের ছোট ছেলে ইয়াসিন তার মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। এ সময় গড়াগড়ি দেওয়ার সময় খাটের পাশে থাকা মাছ ভর্তি বালতির পানিতে পড়ে যায় ইয়াসিন।
আরও পড়ুন: কিশোরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ঘুম ভেঙে ছেলেকে পানিতে দেখতে পেয়ে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
অপরদিকে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুর স্কুলের সামনে ট্রাক চাপায় আয়েশা সিদ্দীকা নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে হাসাদহ ইউনিয়নের কন্দর্পপুর স্কুলপাড়ার বকুল উদ্দীনের মেয়ে ও কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে দিয়েছে। চালককে আটক করা যায়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে, দামুড়হুদা উপজেলার নাপিতখালি গ্রামের রহিদুল ইসলামের ছেলে রাশেদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে অসাবধানতায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয় এবং দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
আরও পড়ুন: নড়াইলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৬৫০ দিন আগে
সিলেটের ওসমানীনগরে পৃথক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ নিহত ২
সিলেটের ওসমানীনগর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন।
জানা গেছে, রবিবার (১২ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার হতে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার আসার পথে গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের সামনে অজ্ঞাত লোকাল বাস থেকে নামতে গিয়ে পা পিছলে পূর্ণিমা দাস বন্যা (২০) গুরুতর আহত হন।
আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
নিহত বন্যা ওসমানীনগর উপজেলার দত্তগ্রামের বাচ্চু দাসের মেয়ে এবং মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, ‘লোকাল বাস থেকে নামতে গিয়ে মেয়েটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে জেনেছি।’
আরও পড়ুন: সিলেটে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
নিহতের লাশ ময়নাতদন্ত শেষে সোমবার তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত বাসটি চিহ্নিত করার চেষ্টা চলছে।
এদিকে একইদিন সন্ধ্যায় ওসমানীনগর উপজেলার মোতিয়ারগাঁও কলারাই গ্রামীণ সড়কে ব্যাটারিচালিত রিকশা উল্টে এর চালক নিহত হয়েছেন।
নিহতের নাম ইউসুফ আলী (৩০)। তিনি মোতিয়ারগাঁও গ্রামের নুরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা ৭টার দিকে রিকশাচালক ইউসুফ আলী যাত্রী নিয়ে মোতিয়ারগাঁওয়ে যান। যাত্রী নামিয়ে রিকশা ঘুরানোর সময় উল্টে সড়কের পাশে ধানের জমিতে পড়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সদস্য শাহিন মিয়া।
আরও পড়ুন: সিলেটে হোস্টেল থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার
৭৮২ দিন আগে