ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ
এই সংকটময় সময়ে অনেক উন্নয়ন অংশীদার সুদের হার বাড়িয়ে দিচ্ছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সংকটময় সময়ে অনেক উন্নয়ন অংশীদার সুদের হার বাড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই সংকটময় সময়ে (বৈশ্বিক আর্থিক সংকট) আমরা হতাশার সঙ্গে লক্ষ্য করছি যে অনেক উন্নয়ন অংশীদার তাদের সুদের হার বাড়াচ্ছে, যা বেশিরভাগ প্রকল্পের ক্ষেত্রে উন্নয়ন অর্থায়নকে অকার্যকর করে তোলে।’
শেখ হাসিনা একাধিক অর্থনৈতিক ধাক্কা বা প্রভাব মোকাবিলায় উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘বৈশ্বিক অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত উন্নয়ন অংশীদারদের সহজ শর্তে অর্থায়ন চালিয়ে যেতে হবে। আর্থিক প্রতিষ্ঠান ও উন্নত দেশগুলোকে এ বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দাতব্য চায় না, বরং যা প্রাপ্য তা চায়। বৈশ্বিক সম্প্রদায়ের অংশ হিসেবে আমরা আমাদের ন্যায্য অংশ দাবি করছি।
আরও পড়ুন: ড. ইউনূসের পক্ষে ৪০টি নাম ব্যবহার করে বিজ্ঞাপন কেন: প্রধানমন্ত্রীর প্রশ্ন
তিনি বলেন, বৈশ্বিক ব্যবসায়িক অংশীদাররা অপ্রয়োজনীয় বাণিজ্য বিধিনিষেধ আরোপ করছে, যা সামগ্রিক সরবরাহ শৃঙ্খলকে আরও ব্যাহত করছে এবং এভাবে বাংলাদেশের মতো দেশগুলোকে অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে।
বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য খাতের উন্নয়ন, আইসিটিভিত্তিক উদ্যোক্তা, মানবসম্পদ ও মানসম্মত অবকাঠামো উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কৌশলগত গুরুত্ব দেয়ার পাশাপাশি সহজ ও উদ্ভাবনী অর্থায়ন পদ্ধতির দিকে এগিয়ে যাওয়ার জন্য এডিবিকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘আমরা সন্তুষ্টির সঙ্গে লক্ষ্য করেছি যে আমাদের কঠিন সময়ে উদ্ভাবনী ও কারিগরি সহায়তায় এডিবি সবসময় বাংলাদেশের পাশে রয়েছে।’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া অনুষ্ঠানে বক্তৃতা করেন। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শরিফা খান স্বাগত বক্তব্য দেন এবং বাংলাদেশে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সমাপনী বক্তব্য রাখেন।
আরও পড়ুন: শেখ হাসিনার ওপর চাপ দিয়ে কোনও কাজ হবে না: প্রধানমন্ত্রী
১ বছর আগে