ভিভো
ভিভো কিনলেই লাখ টাকা পুরস্কার!
ঈদুল আজহাকে সামনে রেখে চমকপ্রদ এক অফারের ঘোষণা দিয়েছে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। এখন ভিভো স্মার্টফোন কিনে অনলাইন লটারিতে অংশ নিলেই গ্রাহকরা পেতে পারেন লাখ টাকা কিংবা নানা ধরনের চমৎকার পুরস্কার।
ভিভোর এই ঈদ ক্যাম্পেইন শুরু হয়েছে গত ১৩ জুলাই, যা শেষ হতে চলেছে আগামীকাল সোমবার, ১৯ জুলাই।
আরও পড়ুন: রিয়েলমির ‘৫জি একাডেমি’ চালু
ভিভো জানায়, পুরস্কারগুলোর মধ্যে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী পাবেন এক লাখ টাকা পুরস্কার। এছাড়া প্রথম পুরস্কার হিসেবে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এয়ার কুলার, তৃতীয় পুরস্কার ৫০০ টাকা, চতুর্থ পুরস্কার একটি আকর্ষণীয় ভিভো ব্যাকপ্যাক এবং পঞ্চম পুরস্কার হিসেবে দেয়া হবে একটি ভিভো ছাতা। আরো রয়েছে সকল নতুন গ্রাহকদের জন্যে নিশ্চিত ডেটা অফার।
আরও পড়ুন: ঈদে স্যামসাংয়ের ‘বিগ অফার ঈদ জমবে এবার’
দেশের যেকোনো ভিভো স্টোরে গিয়ে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করা যাবে। যেকোনো গ্রাহক সেখান থেকে যে কোনো মডেলের একটি ভিভো ফোন কিনলেই লটারিতে অংশ নিতে পারবেন। প্রতিটি বিক্রেতার কাছেই ভিভো বাংলাদেশের পক্ষ থেকে একটি বিশেষ লিংক শেয়ার করা রয়েছে। স্মার্টফোনটি কেনার পর, কিছু তথ্য ওই লিংকে দিলেই দেখা যাবে, কী জিতলেন ওই ক্রেতা।
এই ক্যাম্পেইনটি সম্পর্কে ভিভো বাংলাদেশের সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘বাংলাদেশে আমাদের তিন বছরের কাজ করার অভিজ্ঞতায় বলতে পারি, এদেশের মানুষেরা খুবই উৎসবপ্রিয়। আর উৎসবের সময়টাতে আমাদের স্মার্টফোনের চাহিদাও থাকে অনেক বেশি। গ্রাহকদের উৎসবের আনন্দটাকে আরো বাড়িয়ে দিতেই আমরা এই ঈদ ক্যাম্পেইনের আয়োজন করেছি।’
আরও পড়ুন: সকল পণ্যে ওয়ারেন্টির মেয়াদ বাড়াল স্যামসাং
৩ বছর আগে
স্মার্টফোনের আকর্ষণই যখন ক্যামেরা: ভিভো এক্স৬০প্রো
গ্রাহকের চাহিদা যখন ক্যামেরা তখন স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোও সেই চাহিদা পূরণে ব্যস্ত। বাজারে আসছে একের পর এক দারুণ ক্যামেরা স্মার্টফোন।তবে, কিছু স্মার্টফোন সবকিছু ছাড়িয়ে যায়। বাজারে এখন তেমনি স্মার্টফোন ভিভো এক্স৬০প্রো।
এই স্মার্টফোনের মূল আকর্ষণ ক্যামেরা, যা দিয়ে প্রফেশনাল ফটোগ্রাফির পাশাপাশি সিনেমাটোগ্রাফিও করা সম্ভব অনায়াসে।
আরও পড়ুন: বাংলাদেশে পথচলার ৩ বছর পার করল ভিভো
শুরুর দিনগুলোতে মুঠোফোন ব্যবহারের প্রধান লক্ষ্য ছিল পারস্পরিক যোগাযোগ। এরপর সময়ের ধারাবাহিকতায় রেডিও এবং গান শোনাসহ, ছবি তোলা, ভিডিও করা এবং গেমিংয়ের মতো নানা উপযোগিতা যুক্ত হয়েছে। প্রাত্যাহিক জীবনের প্রায় সকল কর্মকাণ্ডেই অপরিহার্য হয়ে উঠেছে স্মার্টফোন। আর এখন স্মার্টফোন ক্যামেরা হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার।
স্মার্টফোন বাজার বিশ্লেষকরা জানান, ক্রেতারা স্মার্টফোনের বিভিন্ন স্পেসিফিকেশনের মধ্যে তুলনামূলক বেশি গুরুত্ব দেন ক্যামেরার ফিচারে। আর তরুণদের ক্ষেত্রে চাহিদার শীর্ষেই থাকে স্মার্টফোন ক্যামেরা।
আরও পড়ুন: দেশে এল ভিভো ভি২০ এসই
ভিভো এক্স৬০প্রো-তে যা রয়েছে
কার্ল জেইসের লেন্স: ভিভো এক্স৬০প্রো কার্ল জেইস লেন্সের সহ-প্রকৌশলীযুক্ত একটি ক্যামেরা সিস্টেম ব্যবহার করছে। জেইস লেন্স ব্যবহার করে অনেকগুলো শীর্ষস্থানীয় ব্লকবাস্টার চলচ্চিত্রের শুটিং হয়েছে। যা বর্তমানে পেশাদার সিনেমাটোগ্রাফারদের জন্য পছন্দের লেন্সগুলোর মধ্যে একটি। প্রফেশনাল ফটোগ্রাফারদের কাছেও ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই কার্ল জেইস লেন্সের। ভিভো এক্স৬০প্রো পেশাদার ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার এবং ভিজ্যুয়াল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য হতে পারে অন্যতম আকর্ষণ।
গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রো প্রযুক্তি: সাধারণত, পেশাদার ফটোগ্রাফাররা ছবি ও ভিডিওকে আরও নিখুঁত এবং পরিষ্কার করে তুলতে গিম্বল স্ট্যাবিলাইজেশন ব্যবহার করেন। ভিভো গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রো প্রযুক্তিটি এক্স৬০প্রো স্মার্টফোনে সংযোজন করেছে। গিম্বল স্ট্যাবিলাইজেশন চলমান অবস্থায় ৩ ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। যার ফলে ছবি বা ভিডিও কেঁপে যায় না।
আরও পড়ুন:বিশ্বের প্রথম গিম্বল স্ট্যাবিলাইজার ফোন ভিভো এক্স৬০প্রো বাজারে
অন্ধকারেও ভালো ছবি: ক্যামেরার অ্যাপারচার যত কম হয় ক্যামেরা আলো ধারণ করতে পারে তত বেশি। ফলে অন্ধকারেও পরিষ্কার ও উজ্জ্বল ছবি ওঠে। ভিভো এক্স৬০প্রো’র ক্যামেরা অ্যাপারচার ১ দশমিক ৪৮ মি.মি.।
বলা হচ্ছে, এটি বাজারে থাকা কম অ্যাপারচার রেটের মধ্যে একটি। ফলে রাতের ঝকঝকে ছবি তুলবে ভিভো এক্স৬০প্রো।
সুপার প্যানারোমা: প্যানারোমা মোডে ছবি তুলতে গিয়ে হাত হালকা একটু নড়ে গেলেও ছবি ভেঙে যায়। কেননা কেঁপে যাওয়ার পর প্যানারোমা নতুন করে শ্যুট করা শুরু করে। এই সমস্যায় অনেকেই পড়ে থাকেন। কেননা হাত, মোবাইল বা ক্যামেরা কোনোটিই একবারে একইভাবে সোজা রাখা কঠিন। এই সমস্যার সমাধান করবে ভিভো এক্স৬০প্রো।
ভিভো এক্স৬০প্রো সুপার প্যানোরোমা নাইট মোডের সাথে জেইস লেন্স এবং গিম্বল স্ট্যাবিলাইজেশন ২.০ প্রোসহ কো-ইঞ্জিনিয়ারড টেকনোলজি সংযোজন করেছে। যৌথ এই প্রিমিয়াম হার্ডওয়্যার এবং ভিভো'র নিজস্ব এআই সফটওয়্যার এর সমন্বয়ে সুপার প্যানোরোমা নাইট মোড; ব্যবহারকারীদের দারুণ ছবি তুলতে সহায়তা করে ।
এইচডিআর নাইট পোট্রেট: ভিভো এক্স৬০প্রো নিয়ে এসেছে হাই-ডাইনামিক-রেঞ্জ (এইচডিআর) নাইট পোট্রেট। এটি ছবির ফ্রেমের সূক্ষ্ন-পরিমাপ নির্ধারণ করে এবং অন্ধকারাচ্ছন্ন অবয়বকে পরিমিত আলোর সাথে প্রস্ফুটিত করে দারুণ ছবি তুলতে সাহায্য করে।
৩ বছর আগে
বিশ্বের প্রথম গিম্বল স্ট্যাবিলাইজার ফোন ভিভো এক্স৬০প্রো বাজারে
বিশ্বে প্রথমবারের মতো গিম্বল স্ট্যাবিলাইজার প্রযুক্তিকে স্মার্টফোনের ভেতর নিয়ে এসেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
বাংলাদেশের বাজারে বুধবার নতুন এ প্রযুক্তির ভিভো এক্স৬০প্রো আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে।
ভিভোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারই প্রথম গিম্বল আর স্ট্যাবিলাইজেশন এই দুটি ক্যামেরা ফিচারের সমন্বয়ে বিশেষ এই প্রযুক্তি স্মার্টফোনে ব্যবহার করা হলো। যা ছবিকে নিখুঁত, উজ্জ্বল ও স্পষ্ট করে তুলতে পেশাদার ফটো ও ভিডিওগ্রাফাররা ব্যবহার করে থাকেন।
আরও পড়ুন: বিশ্বের সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ টেলিগ্রাম
বাংলাদেশে ভিভো এক্স৬০প্রো’ই ভিভোর প্রথম এক্স সিরিজের ফোন। একই সাথে দেশে ভিভোর প্রথম ৫জি স্মার্টফোনও এক্স৬০প্রো। গিম্বল স্ট্যাবিলাইজার ছাড়াও ভিভো এক্স৬০প্রো’র অন্যতম আকর্ষণ এর ক্যামেরা লেন্স । জার্মান ভিত্তিক বিখ্যাত প্রতিষ্ঠান কার্ল জেইসে’র তৈরি ৭টি লেন্স এক্স৬০প্রো স্মার্টফোনে যুক্ত করা হয়েছে। কার্ল জেইসের তৈরি লেন্স ব্যবহার করেই পেশাদার চলচ্চিত্র নির্মাতাদের ক্যামেরাগুলো বানানো হয়। ফলে, স্মার্টফোনটি সিনেমাটোগ্রাফির জন্যেও দারুণভাবে কাজে দিবে। ভিভো এক্স৬০প্রোর পেছনে তিনটি ও সামনে একটি ক্যামেরা রয়েছে ।
আরও পড়ুন: বিশ্বের দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড রিয়েলমি: কাউন্টারপয়েন্ট
ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মি. ডিউক বলেন, ‘ভিভো’র গ্লোবাল একটি জরিপে দেখা গেছে, স্মার্টফোনে তোলা ছবির ৬৪ শতাংশই ছবিই নষ্ট হয়ে যায় শুধুমাত্র স্মার্টফোন কেঁপে যাবার কারণে। ভিভো এক্স৬০প্রো এই সমস্যার সমাধান করবে। এছাড়া এই স্মার্টফোনের লেন্সগুলো শুধু সাধারণ ব্যবহারের জন্যই না, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতেও কাজে লাগবে। এই স্মার্টফোনে জেইসে’র সেভেন-পি লেন্স ব্যবহার করা হয়েছে; যা বর্তমানের আর কোনো স্মার্টফোন ব্র্যান্ড ব্যবহার করেনি।’
ভিভো’র এই ফাইভজি স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ল্যাপড্রাগন ৮৭০ প্রসেসর । ৭ ন্যানোমিটারের চিপসেটসহ রয়েছে অ্যাডরেনো ৬৫০ জিপিইউ । ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২৪০ হার্টজ টাচ-রেসপন্স রেট পাওয়া যায় ।
আরও পড়ুন: বাংলাদেশে পথচলার ৩ বছর পার করল ভিভো
ভিভো এক্স৬০প্রো’তে রয়েছে ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি রম । তবে আরও শক্তিশালী পারফরমেন্স পেতে ফোনটিতে বাড়তি ৩ জিবি র্যাম ব্যবহারের সুযোগ থাকছে; যা গ্রাহকের পছন্দ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে যুক্ত করা যাবে।
থ্রিডি কার্ভড ডিসপ্লের ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্যাটিন ফিনিশের এজি গ্লাস। ফলে ফোনটিতে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না । ব্লু ও ব্ল্যাক এই দু’টি কালারের ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে ।
৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জের সাথে ভিভো এক্স৬০প্রো’তে আছে ৪২০০ এমএএইচ ব্যাটারি; তাই স্মার্টফোনটি দ্রুত চার্জ হয় এবং গরম হয়ে গিয়ে ব্যাটারির ক্ষতি হয় না ।
আরও পড়ুন: দেশে এল ভিভো ভি২০ এসই
বাংলাদেশের গ্রাহকরা ভিভো এক্স৬০প্রো কিনতে পারবেন ৬৯ হাজার ৯৯০ টাকায়। স্মার্টফোনটির প্রি-বুকিং চলবে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত।
৩ বছর আগে
বাংলাদেশের বাজারে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৫১
টানা ছয়দিনের প্রি-বুকিং শেষে বুধবার থেকে বাজারে মিলছে ভিভোর নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫১। স্মার্টফোনটিতে একই সাথে শক্তিশালী ব্যাটারি, সেরা প্রসেসর এবং বড় স্টোরেজের সমন্বয় করেছে শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো।
৩ বছর আগে
বাংলাদেশে পথচলার ৩ বছর পার করল ভিভো
বাংলাদেশে পথচলার তিন বছর পূর্ণ করেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
৪ বছর আগে
দেশে এল ভিভো ভি২০ এসই
প্রি-বুকিং শেষে দেশে এল ভিভোর নতুন প্রিমিয়াম সেগমেন্টের ফোন ‘ভিভো ভি ২০ এসই’।
৪ বছর আগে
সেলফি ও ফটোপ্রেমীদের জন্য নতুন ফ্ল্যাগশিপ ফোন আনছে ভিভো
সেলফি ও ফটোগ্রাফিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে নতুন স্মার্টফোন আনতে যাচ্ছে চীনা বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
৪ বছর আগে
স্মার্টফোন প্রযুক্তি উদ্ভাবনে দেশের বাজারে এগিয়ে ভিভো
নতুন নতুন স্মার্টফোন প্রযুক্তির উদ্ভাবন, গ্রাহকদের চাহিদার আলোকে ডিভাইসে নতুন প্রযুক্তির সমন্বয় ও প্রদর্শনে বাংলাদেশের বাজারে এখন এগিয়ে রয়েছে ভিভো।
৪ বছর আগে
৫জি স্মার্টফোন উৎপাদনে চতুর্থ স্থানে ভিভো
২০২০ সালে বিশ্বে ৫জি স্মার্টফোন উৎপাদন ও মার্কেট শেয়ারে চতুর্থ স্থান অর্জন করেছে ভিভো।
৪ বছর আগে
ভিভো ওয়াই৫০: বাজারে এলো ৫ ক্যামেরাসহ দ্রুতগতির ফোন
চীন ও ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর এবার বাংলাদেশের বাজারে এসেছে ‘ভিভো ওয়াই-৫০’।
৪ বছর আগে