সদস্য নির্বাচিত
প্রযুক্তির বিকাশ ও হস্তান্তরে ইউএনইএসসিএপি'র পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ
বাংলাদেশ জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনইএসসিএপি) এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অব টেকনোলজি (এপিসিটিটি) পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।
শুক্রবার (১৯ মে) ইউএনইএসসিএপি-এর ৭৯তম কমিশন অধিবেশনের সমাপনী সভা চলাকালীন নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়।
চীন, ইরান, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র, রাশিয়ান ফেডারেশন, তাজিকিস্তান, থাইল্যান্ড এবং উজবেকিস্তানও এ পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়।
স্বাগতিক দেশ হিসেবে ভারত উক্ত গভর্নিং কাউন্সিলের স্থায়ী সদস্য। নতুন সদস্যরা ২০২৩ থেকে ২০২৬ সাল সময়ের জন্য পরিচালনা পরিষদে দায়িত্ব পালন করবে।
এপিসিটিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইউএনইএসসিএপি-এর একটি আঞ্চলিক প্রতিষ্ঠান যেটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইউএনইএসসিএপি-এর সদস্য রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তির বিকাশ ও হস্তান্তরের জন্য কাজ করে থাকে।
আরও পড়ুন: ইউএনইএসসিএপি’র ৭৯তম অধিবেশনে ৪ দফা সুপারিশ প্রধানমন্ত্রীর
উল্লেখ্য, বাংলাদেশ গত বছরের ইউএনইএসসিএপি-এর ৭৮তম কমিশনের অধিবেশনে ইউএনইএসসিএপি-এর পরিসংখ্যান(এসআইএপি), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (এপিসিআইসিটি), কৃষি (সিএসএএম) এবং দুর্যোগ ব্যবস্থাপনা (এপিডিআইএম) ক্ষেত্রে অপর চারটি আঞ্চলিক প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হয়।
এখন বাংলাদেশই একমাত্র দেশ যেটি ইউএনইএসসিএপি-এর পাঁচটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচিত সদস্য। এই প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পরিষদে সদস্যপদ লাভের মাধ্যমে বাংলাদেশ এই প্রতিষ্ঠানের কর্মসূচি তৈরি এবং অর্থ ও অন্যান্য প্রশাসনিক বিষয়ে পরামর্শ প্রদান এবং কৃষি, পরিসংখ্যান, বিজ্ঞান ও প্রযুক্তি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, প্রযুক্তি বিনিময়, তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন বিশেষ গুরুত্ব পাবে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় রাষ্ট্রসমূহ বাংলাদেশের নেতৃত্বকে কতটা মূল্যায়ন করে ইউএনইএসসিএপি-এর বিভিন্ন পরিচালনা পরিষদে এ জয় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আরও পড়ুন: ওআইসি মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ
১ বছর আগে
ওআইসি মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত বাংলাদেশ
বাংলাদেশ ওআইসি মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে।
এশিয়ার অন্য দেশগুলো হলো তুরস্ক ও ইরান।
বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বৃহত্তম সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। অন্য সহ-সভাপতি দেশ হলো ফিলিস্তিন ও নাইজেরিয়া।
আয়োজক দেশ মৌরিতানিয়া ৫৭ সদস্যের ওআইসির সভাপতি নির্বাচিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী ১৬-১৭ মার্চ মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের ৪৯ তম অধিবেশনে যোগ দিচ্ছেন।
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যার বিচার পরিচালনায় ওআইসি সদস্য রাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ
রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি ওআইসি মহাসচিবের
১ বছর আগে