নানাবিধ প্রকল্প
বাংলাদেশে কাতার চ্যারিটির নানাবিধ প্রকল্পে উপকার পেয়েছে ৩ লাখ মানুষ
আন্তর্জাতিক দাতব্য সংস্থা কাতার চ্যারিটি ২০২২ সালে বাংলাদেশে ১৮০০ উন্নয়ন ও মানবিক সহায়তামূলক প্রকল্প বাস্তবায়ন করেছে। এতে উপকৃত হয়েছেন তিন লাখ ১০ হাজারেরও বেশি মানুষ।
সোমবার কাতার চ্যারিটির বাংলাদেশ অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
কাতার চ্যারিটি গতবছর ওয়াটার এন্ড স্যানিটেশন খাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে লবণাক্ততাপ্রবণ উপকূলীয় এলাকায় ৫৪২টি গভীর নলকূপ, সোলার চালিত ওয়াটার পাম্প এবং আরও প্রযুক্তির ওয়াটার পিউরিফায়ার প্রকল্প বাস্তবায়ন করেছে।
আরও পড়ুন: ইউসেপ বাংলাদেশের কোয়েস্ট-২ প্রকল্পের উদ্বোধন
শিক্ষা, স্বাস্থ্য, আবাসান ও আর্থিক স্বনির্ভরতামূলক খাতে বাস্তবায়ন করা হয়েছে ৫০ টি প্রকল্প। বছরব্যাপী জরুরি ত্রাণ, ইফতার, যাকাত ও কোরবানি প্রজেক্টে উপকৃত হয়েছে ৭০ হাজার দরিদ্র মানুষ।
এর বাইরে কাতার চ্যারিটি বাংলাদেশের তিন হাজার ২০০ এতিম শিশুকে দিচ্ছে নিয়মিত আর্থিক সহায়তা। কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা শরণার্থীর জন্য অব্যাহত রয়েছে খাদ্য সহায়তাসহ নানা রিলিফ কার্যক্রম।
এছাড়া গতবছর কাতার চ্যারিটির সহায়তা পেয়েছে প্রায় দুই লাখ শরণার্থী।
ধর্মীয় ও সাংস্কৃতিক প্রোগ্রামের অংশ হিসেবে বিভিন্ন জেলায় গত বছর এই সংস্থাটি ১৮৫ টি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছে।
গত ২৮ বছর ধরে বাংলাদেশে কাতার চ্যারিটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: বীরত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য পুরস্কার পেল র্যাবের কুকুর
গুচ্ছ ভর্তিতে থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়: ইউজিসি
১ বছর আগে