ভয়
ভয় না পেয়ে মানিলন্ডারিং প্রতিরোধে কাজ করুন: অর্থ উপদেষ্টা
মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে কর্মকর্তাদের নির্ভীকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সভায় অর্থ উপদেষ্টা এই নির্দেশ দেন।
তিনি বলেন, 'দেশের স্বার্থে কাজ করলে কর্মকর্তাদের ভয় পাওয়ার কিছু নেই।’
আরও পড়ুন: বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ
প্রায় দুই বছর পর এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্ট সংস্থা ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘কোথায়, কীভাবে টাকা পাচার হয়েছে তা আমরা খুঁজে বের করব। বিদেশ থেকে টাকা ফিরিয়ে আনতে আমরা কাজ করব।’
এক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক ও আইন সংক্রান্ত বিষয় রয়েছে। আজকের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: আসাদুজ্জামানের ব্যাংক হিসাবের লেনদেন বন্ধের নির্দেশ বিএফআইইউর
৪ মাস আগে
গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন
রংপুরের পীরগাছায় গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে ব্রেলভী হোসেন সুমন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার রাধাকৃষ্ণ গ্রামের মোশাররফ হোসেন মানিকের ছেলে ব্রেলভী হোসেন সুমন এক প্রতিবেশীর বাড়িতে যাতায়াত করতেন।
একপর্যায়ে ওই বাড়ির নবম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু এতে মেয়েটি রাজি না হওয়ায় গোপনে মোবাইল ফোনে গোসলের ভিডিও ধারণ করেন।
সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন সুমন।
২০১৮ সালের ৩ ডিসেম্বর ধর্ষণের সময় বিষয়টি তাদের এক নিকটাত্মীয় দেখে ফেলেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।
ওই বৈঠকে বিয়েতে অস্বীকৃতি জানান সুমন। এ ঘটনায় ২০১৯ সালের ১৮ জানুয়ারি পীরগাছা থানায় মামলা করতে যান ভুক্তভোগী মেয়েটির বাবা। কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা না নেওয়া পরে আদালতে মামলা করেন।
আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক তদন্ত শেষে ওই বছরের ২০ আগস্ট সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
প্রায় চার বছর মামলার বিচারকাজ চলার পর রবিবার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
লক্ষ্মীপুরে স্বামীকে হত্যা: ২ আসামির যাবজ্জীবন
১ বছর আগে
হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচন বর্জন করতে চায়: হাছান মাহমুদ
পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন বর্জন করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচনে অংশ নিতে চায় না, কারণ তারা বুঝতে পেরেছে যে তাদের জয়ের কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার (৬ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে একুশে পত্রিকার প্রয়াত সম্পাদক আজাদ তালুকদারের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় হাছান মাহমুদ বলেন, নির্বাচন যথাসময়ে হবে এবং কেউ নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করলে দেশের জনগণ তা প্রতিহত করবে। এমনকি বিদেশিরাও কখনোই নির্বাচন বানচালের প্রক্রিয়াকে সমর্থন করে না।
আরও পড়ুন: বিএনপি নির্বাচন ঠেকানোর চেষ্টা করলে দেশের মানুষ তা প্রতিহত করবে: হাছান মাহমুদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিএনপি মহাসচিব বলেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে তারা কোনো নির্বাচনে অংশ নেবে না। এটা আসলে প্রমাণ করে যে তারা নির্বাচনকে ভয় পায়। তাদের প্রত্যাশা অনুযায়ী জনগণ তাদের কর্মসূচি ও সমাবেশে যোগ দিচ্ছে না। তাই তারা বুঝতে পেরেছে তাদের নির্বাচনে জেতার কোনো সম্ভাবনা নেই।’
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন প্রতিহত করতে দেশের গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করলেও, দেশের জনগণ তা হতে দেবে না।
বিএনপির আল্টিমেটাম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব বলেন, গত ১৩-১৪ বছরে বিএনপি বহুবার এমন আল্টিমেটাম দিয়েছে। বিএনপির আল্টিমেটাম ফাঁপা হুমকি ছাড়া আর কিছু নয়।
প্রয়াত একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে হাসান মাহমুদ বলেন, তিনি একজন নির্ভীক সাংবাদিকের পাশাপাশি সাহসী মানুষও ছিলেন। ক্যান্সার ধরা পড়ার পর তিনি জানতেন যে ধীরে ধীরে মারা যাচ্ছেন, তবু তিনি হাল ছাড়েননি এবং লড়াই চালিয়ে যান।
তিনি আরও বলেন, ‘মৃত্যুর কয়েকদিন আগে তিনি আমাকে বলেছিলেন কীভাবে তিনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একজন মানুষ যিনি জানেন যে তিনি মৃত্যুর দ্বারপ্রান্তে রয়েছেন, তখন তার কোনো হতাশা নেই। আমি তার ভেতরে সেই বৈশিষ্ট্যগুলো দেখেছি।’
একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবির দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সাবেক ডিন মো. সেকান্দার চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র শাহজাহান শিকদার এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কলিম সারোয়ার প্রমুখ।
আরও পড়ুন: ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না: হাছান মাহমুদ
বিএনপি এখন দুর্বল ব্যাটারির পুরোনো গাড়ি: হাছান মাহমুদ
১ বছর আগে
আ. লীগের অভিধানে কোনো চাপ, ভয় নেই: শাহরিয়ার আলম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ একটি ছোট দেশ হওয়ায় ক্রমবর্ধমান অর্থনীতি, অংশীদারদের সঙ্গে বৃহত্তর সম্পৃক্ততা এবং রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বৈশ্বিকভাবে তাল মিলিয়ে পরিবর্তিত হয়েছে।
ডিসিএবি টক-এর বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে বহুপক্ষীয় ফোরামে ভালো অনুশীলনের উদাহরণ হিসেবে দেখা হয়।
রবিবার ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিসিএবি) ফরেন সার্ভিস একাডেমিতে তার প্রধান অনুষ্ঠানটির আয়োজন করেছে।
আরও পড়ুন: নিরাপত্তা সহযোগিতা কোনো কৌশলগত জোট বোঝায় না: শাহরিয়ার আলম
আলোচনা সঞ্চালনা করেন- ডিসিএবি সভাপতি রেজাউল করিম লোটাস। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিক্যাবের সাধারণ সম্পাদক এমরুল কায়েস।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের গুরুত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিকভাবেও এর সহযোগিতার মাত্রা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ধারাবাহিকতা ও স্থিতিশীলতা অর্জন করেছে এবং এই ধারাবাহিকতা বজায় থাকবে।
এক প্রশ্নের জবাবে আলম বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলবে বলে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার কোনো চাপ অনুভব করছে না।
১০ বছর আগের ঘটনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিধানে ‘ভয়’ শব্দটি নেই।
তিনি অতীতে বর্ষার আগে নতুন নির্বাচনের জন্য একটি কূটনৈতিক আহ্বানের কথাও উল্লেখ করেছিলেন। ‘এটি খুব উচ্চাভিলাষী।’
প্রতিমন্ত্রী বলেন, সরকার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ গ্রহণ বা স্বাগত জানাবে না। তবে নির্বাচন পর্যবেক্ষকদের স্বাগত জানাবে।
তিনি বলেন, অতীতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে।
আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণ ও দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেবেন না।
ডিসিএবি সভাপতি রেজাউল করিম তার বক্তব্যে বলেন, তারা বুঝতে পেরেছে বাংলাদেশ তার ক্রমবর্ধমান অর্থনীতির সঙ্গে ভূ-রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আবির্ভূত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের অসাধারণ উন্নয়ন, গণতান্ত্রিক স্থিতিশীলতা এবং ভূ-রাজনৈতিক তাৎপর্য দেশ-বিদেশে নিঃসন্দেহে আলোচনার বিষয়।
আরও পড়ুন: বিদেশি কূটনীতিকরা সীমা অতিক্রম করলে ব্যবস্থা নেওয়া হবে: শাহরিয়ার আলম
৬ কংগ্রেসম্যানের চিঠিতে অতিরঞ্জন ও অসঙ্গতি রয়েছে: শাহরিয়ার আলম
১ বছর আগে
মুন্সিগঞ্জে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগে এএসআই ক্লোজড
মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সোমবার অভিযুক্ত এএসআইকে ক্লোজড করা হয়েছে।
ভুক্তভোগী শাকিল ফরাজী (২৬) গজারিয়া উপজেলার মধ্য বাউশিয়া গ্রামের এমদাদুল হক ফরাজীর ছেলে।
অভিযুক্ত সুমন মিয়া গজারিয়া থানার উপপরিদর্শক (এএসআই)।
আরও পড়ুন: নড়াইলে চাঁদাবাজির মামলায় সাংবাদিক দাবি করা ৩ জন গ্রেপ্তার
ভুক্তভোগী শাকিল ফরাজী জানান, মধ্য বাউশিয়া বাসস্ট্যান্ডে খাজা আজমেরী ভ্যারাইটিজ স্টোর তার নামে একটি দোকান আছে। রবিবার সন্ধ্যায় তিনি গজারিয়া থানার এএসআই সুমনের মাধ্যমে জানতে পারেন তার নামে নারায়ণগঞ্জে বন্দর থানায় একটি মাদক মামলা হয়েছে।
বিষয়টির প্রতিবাদ করে তিনি এএসআই কে জানান, গত কয়েক মাসের ভেতরেও তিনি বন্দর যাননি।
এ সম্পর্কিত কাগজপত্র দেখতে চাইলেও অপারগতা পোষণ করেন এএসআই ।
এরপর সোমবার সকাল ৯টার দিকে একটি সাদা রংয়ের প্রাইভেটকারে শাকিল ফরাজীকে দোকান থেকে তুলে নেন অভিযুক্ত এএসআই । এসময় গাড়িতে তারা ছাড়াও আরও তিনজন ছিলেন।
চালক গাড়িটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন চর বাউশিয়া এলাকার এক নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে নিয়েই একটি পিস্তল দেখিয়ে তাকে দুই লাখ টাকা দিতে বলেন এএসআই ।
তার দাবিকৃত টাকা না দিলে মাদক মামলার আসামি হিসেবে তাকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি দেন।
এ সময় শাকিল ফরাজী টাকা দিতে অস্বীকৃতি জানালে তার সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে মারধর করে ভুক্তভোগীকে হ্যান্ডকাপ পরানোর চেষ্টা করে। এরমধ্যে লোকজনের ভিড় পরে যায়। তারা ব্যবসায়ীকে নির্জন স্থানে নিয়ে আসার কারণ জানতে চাইলে পরিস্থিতি বেগতিক দেখে ছেড়ে দেয় অভিযুক্ত। স্থানীয়রা অভিযুক্ত এএসআইকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে অভিযুক্ত এসআই সুমন জানান, ‘তার এক বন্ধু নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত। সেখানে শাকিলের নামে একটি মাদক মামলা হয়েছে। সেই বন্ধু গজারিয়া থানায় আসে এবং বিষয়টি নিয়ে তারা নিরিবিলি কথা বলার জন্য শাকিলকে ওই বাগানে নিয়ে যায়।’
মুন্সীগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে এএসআই সুমনকে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, সংশ্লিষ্টতা প্রমাণ হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: পুলিশ পরিচয়ে চাঁদাবাজি: ঢাবির ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার
পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ঢাবি ছাত্রলীগের দুই নেতা আটক
১ বছর আগে