অনলাইন রিটেইল জায়ান্ট
আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করছে অ্যামাজন
অনলাইন রিটেইল জায়ান্ট অ্যামাজন খরচ বাঁচাতে আরও ৯ হাজার কর্মী ছাঁটাই করার পরিকল্পনা করেছে।
বিশ্বব্যাপী ১৫ লাখ কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্লাউড কম্পিউটিং ও বিজ্ঞাপনসহ বিভিন্ন ক্ষেত্রে এই ছাঁটাই কমবে।
এতে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হবে তা না বললেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে উক্ত পদগুলো বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে তারা।
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জেসি বলেছেন যে এটি একটি ‘কঠিন সিদ্ধান্ত’, তবে এতে দীর্ঘমেয়াদে কোম্পানির জন্য সেরাটাই হবে।
আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ার রাস্তায় রোবোট্যাক্সির সফল পরীক্ষা চালাল অ্যামাজনের জুক্স
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে যে কোম্পানিটি ইতোমধ্যে জানুয়ারিতে ১৮ হাজার কর্মী ছাঁটাই করেছে।
জেসি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে অ্যামাজনের ব্যবসার বেশির ভাগ ক্ষেত্রেই ‘ভূমিকা’ যোগ করেছে।
তিনি আরও বলেন, ‘যাইহোক, আমরা যে অনিশ্চিত অর্থনীতিতে বাস করি এবং নিকট ভবিষ্যতে বিদ্যমান অনিশ্চয়তার কারণে আমরা আমাদের ব্যয় ও হেডকাউন্টে আরও সুশৃঙ্খল হতে বেঁছে নিয়েছি।’
অনেক প্রযুক্তি জায়ান্টের মতো অ্যামাজনও মহামারির সময় বিক্রয় বৃদ্ধি দেখেছে। তবে জীবনযাত্রার ব্যয় সংকটের কারণে ভোক্তারা কম ব্যয় করায় সম্প্রতি এর বিক্রয় হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: অ্যামাজন প্রাইমে বাংলাদেশের সিনেমা
১ বছর আগে