পক্ষপাতদুষ্ট
বিএনপি নেতা-কর্মীদের ‘পক্ষপাতদুষ্ট’ বিচারকের মাধ্যমে শাস্তি দিচ্ছে সরকার: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে নির্মূল করার জন্য সরকার ‘পক্ষপাতদুষ্ট’ বিচারকদের মাধ্যমে তড়িঘড়ি করে বিরোধী দলীয় নেতা-কর্মীদের সাজা দিচ্ছে।
রাজধানীর বাংলামোটর এলাকায় আকস্মিক সমাবেশে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি নেতা-কর্মীদের কারারুদ্ধ করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
আরও পড়ুন: বিএনপি নেতা রিজভীর সমাবেশ থেকে গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ পিকেটারদের
তিনি আরও বলেন, বিএনপি নেতৃত্বকে নিশ্চিহ্ন
করতে সরকার ক্যাঙ্গারু কোর্ট স্থাপন করেছে। সেখানে দিন-রাত চলছে কাল্পনিক মামলার বিচার। পুলিশ কাল্পনিক মামলা দায়ের করছে এবং তারা সাক্ষ্যও দিচ্ছে।
তিনি বলেন, কিছু ‘পক্ষপাতদুষ্ট’ বিচারক আইন উপেক্ষা করে প্রহসনমূলক বিচারের নামে বিএনপি ও বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে একের পর এক রায় দিচ্ছেন। আমরা বলতে চাই, এই অবৈধ ও ফ্যাসিবাদী সরকারের নির্দেশিত রায় ও সাজা দিয়ে টিকে থাকতে পারবে না।
রিজভী বলেন, বিভিন্ন ‘মিথ্যা’ মামলায় বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার করে নির্বাচনী মাঠ থেকে নির্মূল করা হয়েছে।
তিনি বলেন, ‘তারাই (ক্ষমতাসীন দল) শুধু মাঠে আছে। এক সময় রিটার্নিং কর্মকর্তারা ডামি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছে। এরপর আপিল করে বাতিল হওয়া সব মনোনয়নপত্র বৈধ করছে।’
তিনি অভিযোগ করেন- সরকার ও নির্বাচন কমিশন অনেক স্বতন্ত্র ও ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের নামে খেলা করছে।
তিনি বলেন, ‘এসব করে কোনো লাভ হবে না, কারণ জনগণ সরকারের সব নীল নকশা ধরে ফেলেছে। মানুষ জেগে উঠেছে এবং রাস্তায় নেমে এসেছে। দেশের জনগণ সরকারের আসন ভাগাভাগির নির্বাচন প্রতিহত করবে।’
বিরোধী দলের ৩৬ ঘণ্টার অবরোধের সমর্থনে সকাল ৭টার দিকে যুবদল ও ছাত্রদলের ২০-২৫ জন নেতা-কর্মীকে নিয়ে বাংলামোটর এলাকায় আকস্মিক মিছিল বের করেন রিজভী।
তারা অবরোধের পক্ষে এবং ৭ জানুয়ারির নির্বাচনের তফসিলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
রাজধানীর ধানমন্ডি, তেজগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, বনানী, ঝিগাতলা, দৈনিক বাংলা, ফকিরাপুল, খিলগাঁও, আরামবাগ, মগবাজার, সেগুনবাগ, সেন্ট্রাল রোড, রামপুরাসহ বিভিন্ন এলাকায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আকস্মিক মিছিল বের করে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার সকাল ৬টা থেকে সারাদেশে ৩৬ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ করেছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলো।
গত ৩১ অক্টোবর থেকে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা এটি ছিল ১১তম অবরোধ।
আরও পড়ুন: বিএনপি নেতা-কর্মীরা কারাগারে নির্যাতনের শিকার হচ্ছেন: রিজভী
আগামী ১০ ডিসেম্বর মানববন্ধন করবে বিএনপি: রিজভী
১১ মাস আগে
মার্কিন মানবাধিকার প্রতিবেদন পক্ষপাতদুষ্ট, একপেশে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পক্ষপাতদুষ্ট সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে করা মার্কিন মানবাধিকার প্রতিবেদন একপেশে।
তিনি বলেন, দেখুন একটি সূত্র থেকে নয়, সরকারবিরোধী এবং পক্ষপাতদুষ্ট বিভিন্ন সূত্র থেকে তারা তথ্যগুলো সংগ্রহ করেছে। সুতরাং সেই প্রতিবেদনটা একপেশে। অবশ্যই পুরো প্রতিবেদন প্রত্যাখ্যান করছি না কারণ সেখানে অনেক ভালো কথাও বলা আছে।
তবে সার্বিকভাবে আমাদের মানবাধিকার, নির্বাচন, গণতন্ত্র সংক্রান্ত যে সমস্ত বিষয়াদি আছে সেগুলো পক্ষপাতদুষ্ট।
আরও পড়ুন: সরকারকে টেনে নামানোর হুমকি এখন মানুষের কাছে কৌতুক: তথ্যমন্ত্রী
বুধবার (২২ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্স ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েও তো অনেক প্রশ্ন আছে। ডোনাল্ড ট্রাম্প তো এখনও নির্বাচনে পরাজয় মেনে নেননি। সেটির প্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যেভাবে ক্যাপিটল হিলে হামলা হয়েছে, সে ধরণের ন্যাক্কারজনক ঘটনা তো আমাদের দেশে কখনও ঘটে নাই।
সুতরাং নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার আগে তাদের নিজেদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে যে প্রশ্নগুলো আছে বা তাদের নির্বাচন হওয়ার পর ক্যাপিটাল হিলে যে হামলা, সেই বিষয়গুলোর দিকে তাদের তাকানো প্রয়োজন বলে আমি মনে করি।
তিনি বলেন, ভবিষ্যতে অন্য কোনো বড় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার কিংবা নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দেয় কি না, সেটিও দেখার বিষয়।
মার্কিন যুক্তরাষ্ট্র মাঝেমধ্যে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা নিয়ে কথা বলে-এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকে তাকালে দেখা যায় ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হয়েছে সাত হাজার ৬৬৬ জন, ২০২০ সালে ৯৯৬ জন, ২০২১ থেকে ২০২২ সালে গড়ে প্রায় এক হাজার জন।
তিনি বলেন, যেই দেশে গড়ে প্রতি বছর প্রায় এক হাজার মানুষ পুলিশের গুলিতে নিহত হয়, সেখানে অন্য দেশকে নিয়ে প্রশ্ন তোলার নৈতিক অধিকার কতটুকু আছে? আমাদের দেশে যে কখনও এমন হয় না আমি সেটি বলছি না। কিন্তু সেগুলোর তদন্ত হয় এবং তদন্ত সাপেক্ষে শাস্তিও হয়।
আরও পড়ুন: বিএনপি নেতারা চায় না খালেদা জিয়া মুক্তি পাক: তথ্যমন্ত্রী
বিএনপি নির্বাচনের পথে না হেঁটে ষড়যন্ত্রের পথে হাঁটছে: তথ্যমন্ত্রী
১ বছর আগে