হাম্মামখানা
শেষ হলো লালবাগ কেল্লার হাম্মামখানার সংস্কার
যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে লালবাগ কেল্লার ঐতিহাসিক হাম্মামখানা সংস্কার করেছে।
সম্প্রতি সংস্কার ও পুনরুদ্ধার করা পুরান ঢাকার লালবাগ কেল্লায় অবস্থিত মুঘল আমলের হাম্মাম খানা (বিশেষ ধরনের গোসলের স্থান) উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আরও পড়ুন: লালবাগে তিন তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে গৃহবধূর আত্মহত্যা!
২০২১ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) কার্যক্রমের আওতায় দুই বছর মেয়াদী পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজটি শুরু হয়। ১৭ শতকে তৈরি প্রাচীণ লালবাগ দুর্গের তিনটি প্রধান কাঠামোর অন্যতম মুঘল হাম্মাম খানার পুনরুদ্ধার ও স্থাপত্য কলার নথিবদ্ধকরণের কাজে এএফসিপি তহবিল থেকে মোট ১ লাখ ৮৫ হাজার ৯৩৩ আমেরিকান ডলার (প্রায় ২ কোটি টাকা) খরচ করা হয়েছে।
পুনরুদ্ধার করা মুঘল হাম্মাম খানা উদ্বোধন উপলক্ষে আয়োজিত ‘রেস্টরিং, রেট্রোফিটিং অ্যান্ড থ্রিডি আর্কিটেকচারাল ডকুমেন্টেশন অব হিস্টোরিকাল মুঘল-এরা হাম্মাম খানা অ্যাট লালবাগ ফোর্ট’ শীর্ষক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে রাষ্ট্রদূত হাস বলেন, ‘বিশ্বজুড়ে সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রসার, মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করা এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সংরক্ষণ করা যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার। আগামী প্রজন্মের জন্য আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বিদেশে যুক্তরাষ্ট্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উদ্যোগগুলোর অন্যতম হলো অ্যাম্বাসেডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি)।
গত ২০ বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত গুরুত্বপূর্ণ ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধারের লক্ষ্যে বাংলাদেশে ১১টি এএফসিপি প্রকল্পকে সহায়তা দিয়েছে যার মোট প্রকল্প মূল্য প্রায় ৬ কোটি টাকা (৫,৭৬,০০০ আমেরিকান ডলার)।
আরও পড়ুন: রাজধানীর লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে
লালবাগে ভবনে অগ্নিকাণ্ড
১ বছর আগে