সুপারভাইজার
নাটোরে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও সুপারভাইজার নিহত
নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের চালক ও সুপারভাইজার। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। এছাড়া বাসের সকল যাত্রী চাপাইনবাগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
ঝলমলিয়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, একটি বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। শনিবার দিবাগত রাত ১টার দিকে খেজুরতলা এলাকায় এসে বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়।
তিনি আরও জানান যে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহন সড়িয়ে নেওয়া হয়।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় লেগুনা চালক নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক নিহত
১ বছর আগে
ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বাসের সুপারভাইজারসহ নিহত ২
ঝালকাঠিতে বিআরটিসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে সুপার ভাইজারসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। এছাড়া আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
পুলিশ ও আহত বাস যাত্রীরা জানান, বরিশাল থেকে যাত্রী নিয়ে পাথরঘাটার উদ্দেশ্যে সকালে যাত্রা শুরু করে বাসটি। বাস ছাড়ার পর থেকে চালক ও সহকারী সুপরভাইজারদের মধ্যে বাকবিতণ্ডা হয় কয়েক দফায়। এ কারণে চালক বেপরোয়া গতিতে গাড়িটি চালাচ্ছিলেন। ঘটনাস্থলে বাসটি এলে পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিক চন্দ্র রায় জানান, ঘটনাস্থলেই সুপারভাইজার ও এক বাস যাত্রী নিহত হন এবং অন্তত ১০/১২ জন যাত্রী আহত হন।
তিনি আরও বলেন, দুর্ঘটনায় যান চলাচল বন্ধ হলে পুলিশ তাৎক্ষণিক যান চলাচলের ব্যবস্থা করে। লাশ উদ্ধার পূর্বক এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
১ বছর আগে