গ্রেপ্তার ৩০
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩০
মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৪ মার্চ) সকাল ৬টা থেকে শনিবার (২৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৪৬
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিভিন্ন থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪২৫ ইয়াবা, আট কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২০০ গ্রাম হেরোইন ও চার বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এছাড়া তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৭৪ জন গ্রেপ্তার
রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১
১ বছর আগে