মাদক বিক্রি
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৯
চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সিলেটে ২০০০ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
গ্রেপ্তার ৯ জন হলেন- আব্দুল করিম, হাবিবুর রহমান, আব্দুল হান্নান, কামরুজ্জামান, সোহেল রানা, রাজু, দুলাল, রবিউল ও শাহিদ। তাদের সবার বাড়ি গোমস্তাপুর ও নাচোল উপজেলার বিভিন্ন এলাকায়।
শুক্রবার সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, কতিপয় মাদক ব্যবসায়ী কেডিসি পাড়ায় নিয়মিত বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল এবং এলাকাটি মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছিল।
স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। এ সময় মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জের প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
ঢাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে মূলহোতাসহ ৩৫ জন গ্রেপ্তার
৩৯৩ দিন আগে
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩০
মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৪ মার্চ) সকাল ৬টা থেকে শনিবার (২৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ৪৬
পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বিভিন্ন থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪২৫ ইয়াবা, আট কেজি ৬৮০ গ্রাম গাঁজা, ২০০ গ্রাম হেরোইন ও চার বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
এছাড়া তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৭৪ জন গ্রেপ্তার
রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫১
৭৫৬ দিন আগে