অভিবাসন কেন্দ্রে
মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত
মেক্সিকোর সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজের একটি অভিবাসন কেন্দ্রে আগুন লেগে ৩৯ জন অভিবাসী মারা গেছেন। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।
দেশটির একটি সরকারি সংস্থা বলেছে, অভিবাসন কেন্দ্রে হওয়া সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে এটি একটি।
কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের রাস্তা থেকে আইনশৃঙ্খলা বাহিনী ৭১ জন অভিবাসীকে তুলে ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে নেয়। এরপরই আগুন লাগে। সোমবার গভীর রাতে আগুন লাগার কয়েক ঘন্টা পরে টেক্সাসের এল পাসো থেকে অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক কর্মী ও ভ্যান ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: মেক্সিকোয় মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে বন্দুকধারীর হামলায় নিহত ৬
ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউটের তথ্যানুসারে, ৩৯ জন মারা গেছে এবং ২৯ জন আহত হয়েছেন। আহতদের অবস্থা ‘গুরুতর’।
অগ্নিকাণ্ডের সময় ওই অভিবাসী কেন্দ্রে মধ্য ও দক্ষিণ আমেরিকার ৬৮ জন পুরুষ ছিল বলে সংস্থাটি জানিয়েছে।
কর্তৃপক্ষ আগুনের কারণ অনুসন্ধান করছে এবং অভিবাসীদের সাহায্য করার জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে আহ্বান জানানো হয়েছে।
সম্প্রতি সিউদাদ জুয়ারেজের কর্তৃপক্ষ ও অভিবাসীদের মধ্যে উত্তেজনা বেড়েছে।
সেখানকার আশ্রয়কেন্দ্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার সুযোগের অপেক্ষায় বা যারা সেখানে আশ্রয়ের অনুরোধ করেছে এবং প্রক্রিয়াটির জন্য অপেক্ষা করছে এমন লোকে পূর্ণ।
৩০টিরও বেশি অভিবাসন কেন্দ্র এবং অন্যান্য অ্যাডভোকেসি সংস্থা ৯মার্চ একটি খোলা চিঠি প্রকাশ করেছে।
যাতে শহরে অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের অপরাধীকরণের অভিযোগ করা হয়েছিল।
চিঠিতে অভিবাসীদের আটকে রাখার জন্য কর্তৃপক্ষের ক্ষমতার অপব্যবহার এবং অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করা হয়েছে।
তারা আরও অভিযোগ করেছে যে পৌর পুলিশ কারণ ছাড়াই রাস্তায় মানুষকে অভিবাসন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে।
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন সরকারের চাপে মার্কিন সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঠেকাতে প্রচেষ্টা বাড়িয়েছে মেক্সিকো।
দেশটির অভিবাসন কেন্দ্রগুলোতে মাঝে মাঝে বিক্ষোভ ও দাঙ্গা হয়েছে।
গত অক্টোবরে ভেনিজুয়েলার অভিবাসীরা টিজুয়ানার একটি অভিবাসন কেন্দ্রের ভিতরে দাঙ্গা করেছিল। পুলিশ ও ন্যাশনাল গার্ড সৈনারা এসে সে দাঙ্গা নিয়ন্ত্রণে বাধ্য হয়।
নভেম্বরে গুয়াতেমালার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলীয় শহর তাপাচুলায় মেক্সিকোর বৃহত্তম অভিবাসন কেন্দ্রে কয়েক ডজন অভিবাসী দাঙ্গা করেছিল। তবে এ দুই ঘটনায় কেউ মারা যায়নি।
আরও পড়ুন: মেক্সিকোর সীমান্তবর্তী শহরে চলমান বন্দুকযুদ্ধে নিহত ৮
মেক্সিকোর দক্ষিণে সিটি হলে মাদক চক্রের হামলায় ২০ জন নিহত
১ বছর আগে