স্বাধীনতা দিবস উদযাপন
৩১বার তোপধ্বনির মাধ্যমে মঙ্গলবার ৫৪তম স্বাধীনতা দিবস উদযাপন করবে জাতি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের উন্নত-সমৃদ্ধ অসাম্প্রদায়িক স্মার্ট সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে মঙ্গলবার ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করবে বাংলাদেশ।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ার পর ২৬ মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লাখ শহীদ ও দুই লাখ নারীর আত্মত্যাগের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা।
এদিন সরকারি ছুটি হলেও দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ১০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন।
আরও পড়ুন: ষড়যন্ত্র ব্যর্থ করে দেশকে এগিয়ে নিয়ে যান: স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী
পরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, বিদেশি কূটনীতিক, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এবং সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাবে।
পরে বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করবেন।
দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং সরকারি, আধা-সরকারি ভবন ও উন্মুক্ত স্থানেও আলোকসজ্জা করা হবে।
দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি রেডিও স্টেশন ও টেলিভিশনগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
জাতির পিতা, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সব শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে হাসপাতাল, কারাগার, বৃদ্ধাশ্রম ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে উন্নত খাবার পরিবেশন করা হবে।
এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শিল্পকলা ও পোস্টার প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করবে।
দিবসটি উপলক্ষে সারাদেশে সব শিশুপার্ক ও জাদুঘরসমূহ বিনামূল্যে খোলা রাখা হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক, সমর্থক, বিদেশি বন্ধুসহ সর্বস্তরের জনগণকে; যারা আমাদের অধিকার ও স্বাধীনতা আন্দোলনে অবদান রেখেছেন।’
রাষ্ট্রপতি বলেন, 'আমি আশা করি, বিগত বছরগুলোতে দেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড এবং আর্থ-সামাজিক সূচকে সরকারের অভূতপূর্ব সাফল্যের উপর ভিত্তি করে আগামী দিনগুলোতে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হব, ইনশাআল্লাহ।’
‘দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে জাতি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথ সুগম হোক- মহান স্বাধীনতা দিবসে এটাই আমার প্রত্যাশা।’
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, 'এই শুভক্ষণে আমি দেশে এবং বিদেশে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’
‘আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার সুদৃঢ় ও দূরদর্শী নেতৃত্বে আমরা অর্জন করেছি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে বিশ্বাসী। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও দেশের উন্নয়নে তাৎক্ষণিক, স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে আমরা সরকার পরিচালনা করছি। তাছাড়া আমাদের নির্বাচনি ইশতেহারের বাস্তবায়ন অগ্রগতি আমরা নিয়মিত মনিটরিং করি। এসব কারণে আওয়ামী লীগের প্রতি জনগণের আস্থা ও দৃঢ় সমর্থন অব্যাহত রয়েছে।’
তিনি বলেন, 'আসুন, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আমরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে উন্নত-সমৃদ্ধ, অসাম্প্রদায়িক স্মার্ট সোনার বাংলা গড়ে তোলার শপথ নিই, যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেখেছিলেন।’
আরও পড়ুন: দেশজুড়ে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি
৮ মাস আগে
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবস উদযাপন
সম্প্রীতি ফোরাম যুক্তরাষ্ট্রের উদ্যোগে নর্থ ক্যারোলাইনার ক্যারিতে অনুষ্ঠিত হলো বাংলাদেশের ৫২তম স্বাধীনতা দিবসে ‘রঙ তুলিতে বাংলাদেশ’ শীর্ষক একটি অনবদ্য অনুষ্ঠান।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিশুদের কল্পনায় তাদের মাতৃভূমির ছবিটি কেমন তা জানা এবং সেই সঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের জানতে আগ্রহী করে তোলা।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি-আমেরিকান শিশুরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনে কথাগুলো পড়ে তাদের কল্পনা থেকে নিজের মাতৃভূমির ছবি আঁকে।
বৃষ্টিস্নাত, ঠাণ্ডা মেঘলা দিনে নর্থ ক্যারোলাইনার ট্রায়াঙ্গাল এলাকার ১৪ জন শিশু এই আয়োজনে অংশ নেয়।
এই আয়োজনে আরও ছিল মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা ও নর্থ ক্যারোলাইনাবাসী বাংলাদেশি শিল্পীদের পরিবেশিত দেশের গান।
সম্প্রীতি ফোরামের প্রতিষ্ঠাতা অধ্যাপক এবিএম নাসির সকলকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। অধ্যাপক নাসির তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধ আমাদের আত্মপরিচয়ের মূলে এবং পরের প্রজন্মকে এই গৌরবময় ইতিহাস জানাবার দায়িত্ব আমাদের সকলের।
আরও পড়ুন: কানাডায় বাংলাদেশ হেরিটেজ সোসাইটি অব আলবার্টার স্বাধীনতা দিবস উদযাপন
মরিসভিল টাউনের কাউন্সিলম্যান স্টিভ রাও এর বক্তব্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত সকলকে অভিনন্দন জানান। তিনি বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস শিশুদের জানাবার এই রকম আয়োজনে সিটি কাউন্সিলের সর্বাত্মক সহযোগিতার কথা জানান।
সেক্টর-৬ এর বীর মুক্তিযোদ্ধা আনওয়ারুল ইসলাম মুকুল মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন। কিশোর মুক্তিযোদ্ধা মুকুল মাত্র ১৭ বছর বয়েসে যুদ্ধে যোগ দেন। মুক্তিযোদ্ধাদের ত্যাগ, কষ্ট ও সাহসের গল্পময় তার বক্তব্য ছিল প্রাণস্পর্শী।
স্থানীয় বাংলাদেশি শিল্পী কাকলি ও কেনির পরিবেশনায় হৃদয় ছোঁয়া একটি দেশের গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ক্রমে সাত্যকি, অনুরত, তন্ময়, আনিসুর ভুঁইয়া, ড. ফারজাহান শাওন, হালিমা বেবীসহ আরও অনেক শিল্পীদের কোরাস পরিবেশনায় একের পরে এক দেশের গানে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে আবেগঘন।
নেপথ্যে জাতীয় সংগীতের সঙ্গে শিশুরা পেন্সিল আর রঙের আঁচড়ে তাদের কল্পনার মাতৃভূমির ছবি আঁকে আনন্দঘন পরিবেশে, অত্যন্ত উৎসাহের সঙ্গে। শিশুদের আঁকা ছবিগুলো নিয়ে সম্প্রীতি ফোরাম শিগগিরই আয়োজন করবে একটি প্রদর্শনীর।
শিশুদের চিত্রাংকন অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিনা মুন্নি, নাসরিন সুমি, শায়মা ভুঁইয়া, সোনিয়া মিতুসহ অন্যান্যরা। পুরো অনুষ্ঠানের সাংগঠনিক দায়িত্বে ছিলেন ড. শাহ হুদা, আহসান চৌধুরী, ড. কুদরুতে মাওলা, ড. তন্ময় ইসলাম ও অন্যান্যরা।
আরও পড়ুন: স্বাধীনতা দিবস উদযাপন করছে জাতি
১ বছর আগে