মিজান হত্যা
দিনাজপুরে মিজান হত্যা মামলার অভিযুক্ত গ্রেপ্তার
দিনাজপুরে মিজান হত্যা মামলায় অভিযুক্ত আরিফ হোসেনকে দুই বছর পর মঙ্গলবার রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ সদস্যরা।
অভিযুক্ত ২০২১ সালের মার্চে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মী মিজানকে হত্যার পর আত্মগোপনে ছিল।
বুধবার র্যাব-১৩ এর মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।
তিনি বিজ্ঞপ্তিতে বলেন, পূর্ব শত্রুতার জেরে ২০২১ সালের মার্চ মাসে দিনাজপুরের আব্দুর রহিম মেডিকেল হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত অবস্থায় মিজানকে (৪৩) হত্যা করা হয়েছিল।
আরও পড়ুন: গাজীপুরে জাল রুপি ও টাকা জব্দ, গ্রেপ্তার ৪
এ ব্যাপারে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন তার স্ত্রী। এজাহারনামীয় অন্যতম প্রধান আসামি আরিফ হোসেন দীর্ঘদিন আত্মগোপনে ছিল। আরিফ হোসেন (৩৬) সদরের দাড়াইল গ্রামের রজব আলীর ছেলে।
ইতোমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব-১৩ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১ এর দিনাজপুরের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে তুলে দিবেন তারা।
আরও পড়ুন: সিলেটে সাইবার অপরাধ চক্রের মূলহোতা গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে