লবাহী ট্যাংক
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে তেলবাহী ট্যাংকলরির চাপায় সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গঙ্গাপ্রসাদ নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো-শাহজাদপুর উপজেলার নামবিলা গ্রামের আব্দুস সালামের ছেলে সিএনজি চালক আব্দুল হাই (৪০) ও একই উপজেলার ইসলামপুর ডায়া গ্রামের সিএনজি যাত্রী আব্দুল মজিদ মোল্লা (৫৭)।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ২
স্থানীয়রা জানান, মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের গঙ্গাপ্রসাদ নামক স্থানে বিপরীতমুখী একটি ট্যাংকলরি সিএনজি চালিত যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আব্দুল হাই নিহত ও অপর দুই যাত্রী আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আব্দুল মজিদ মোল্লা মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করা হলেও ট্যাংকলরি পালিয়ে গেছে।
নিহতদের লাশ রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১১
১ বছর আগে