খেলতে গিয়ে
চাঁদপুরে বৃষ্টির সময় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ কিশোরের মৃত্যু
চাঁদপুর শহরে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন হাফেজ খান (৭৫) নামে আরও এক বৃদ্ধ।
বুধবার (২৯ মার্চ) দুপুরে দিকে সদরের বহরীয়া লক্ষীপুর ইউনিয়নের পশ্চিম রামদাসদী গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
নিহতরা হলো-গ্রামের আকবর মিজির ছেলে শামীম মিজি (১৩) ও জাহাঙ্গীর খানের ছেলে মিনহাজ খান (১২)।
নিহতরা একই গ্রামের স্থানীয় লালুর দোকান এলাকার বাসিন্দা। তারা দুইজনই পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
আহত হাফেজ খান ওই এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারের হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানায়, ঝড় তুফান ও বৃষ্টি কমলে মাঠে খেলার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন শামীম ও মিনহাজ। এ সময় হাফেজ খান নামের এক বৃদ্ধও আহত হন।
পরে দুই কিশোর গুরুতর আহত হলে তাদের দ্রুত জেলা সদর হাসপাতালে আনার পর ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।
মৃত ঘোষণার পরপরই স্বজনদের লাশ বাড়িতে নিয়ে যেতে না দেওয়ায় হাসপাতালের স্টাফদের উপর হামলা করে মৃতদের বিক্ষুব্ধ স্বজনরা। এতে করে হাসপাতালে নিহতদের স্বজন ও হাসপাতালের স্টাফদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ দ্রুত এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ রশিদ জানান, এখন লাশ থানার হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু
কুমারখালীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
১ বছর আগে