আর্থিক সীমাবদ্ধতা
নারী অলিম্পিক ফুটবল: 'আর্থিক সীমাবদ্ধতায়' এশিয়ান বাছাইপর্ব থেকে ছিটকে পড়ল বাংলাদেশ
বাংলাদেশ মহিলা ফুটবল দল ‘আর্থিক সীমাবদ্ধতার’ কারণে প্যারিস অলিম্পিক-২০২৪ এর এশিয়ান বাছাইপর্বের প্রথম রাউন্ডে অংশগ্রহণ করবে না।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দলের বিমান ভাড়া, বাসস্থান, পরিবহন এবং বিমা ফি বাবদ অর্থের ব্যবস্থা করতে না পারায় সব ধরনের প্রস্তুতি নিয়েও অলিম্পিক বাছাইপর্বের খেলায় অংশগ্রহণ করার মতো অবস্থায় নেই।
বুধবার বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গণমাধ্যমকে এই তথ্য জানান।
মিয়ানমারে প্রথম রাউন্ড শুরুর মাত্র এক সপ্তাহ আগে এ ঘোষণা আসে। চলতি বছরের ৫ থেকে ১১ এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে ‘বি’ গ্রুপে স্বাগতিক মিয়ানমার, ইরান ও মালদ্বীপের সঙ্গে ছিল বাংলাদেশ।
আরও পড়ুন: এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা বাছাইপর্ব: তুর্কমেনিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ: বাছাইপর্ব শুরু বুধবার
১ বছর আগে