ছাত্র সংগঠন
ছাত্রলীগের ৩১ আগস্টের সমাবেশ পেছাল
ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত ছাত্রসমাবেশ ৩১ আগস্টের পরিবর্তে ১ সেপ্টেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং জনদুর্ভোগ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিকাল ৩টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশটি অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আরও পড়ুন: ছাত্রলীগের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী : বর্ধিত সভা অনুষ্ঠিত
সাঈদীর মৃত্যুতে ফেসবুকে স্ট্যাটাস: ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী বহিষ্কার
১ বছর আগে
ঢাবিতে প্রথম আলোর সাংবাদিক গ্রেপ্তারের প্রতিবাদ বামপন্থী ছাত্র সংগঠনগুলোর
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী ছাত্র সংগঠনগুলো।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র ইউনিয়ন ও অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেন।
প্রতীকী প্রতিবাদ হিসেবে বিক্ষোভকারীরা কালো কাপড় দিয়ে মুখ ঢেকে রাখেন।
আরও পড়ুন: প্রলয় গ্যাং: অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাবির ২ শিক্ষার্থী বহিস্কার
আন্দোলনকারীদের পক্ষে ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি মেঘমল্লার বসু বলেন, ‘প্রতিবাদ করতে অনেক দেরি হয়ে গেছে। আপনারা জানেন, প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
তিনি আরও বলেন, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়। তাহলে কেন তারা শামসকে গ্রেপ্তার করল? আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে আমরা ‘স্পেডকে স্পেড’ বলতে পারি না। যখন কেউ জনগণের দুর্দশার বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলে, তখন সে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। তখন অন্য কিছু মিডিয়া এই ধরনের প্রতিবেদনের ভুল প্রমাণের চেষ্টা শুরু করে। কিন্তু তারা বিভিন্ন সেক্টরে অর্থ পাচার, দুর্নীতি ও অব্যবস্থাপনার মতো অপরাধের প্রতিবেদন করে না।’
শামসের মুক্তির দাবিতে আন্দোলনকারীরা বলেন, রাজনৈতিক পটভূমি নির্বিশেষে এখন এর বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে। পরে তারা একটি শোভাযাত্রা বের করে টিএসসি এলাকা প্রদক্ষিণ করে জাতীয় জাদুঘর পর্যন্ত যায়।
আরও পড়ুন: ঢাবিতে শিক্ষার্থীদের কান-মুখ খোলা রাখতে দেয়া নোটিশের কার্যকারিতা হাইকোর্টে স্থগিত
১ বছর আগে