এম এ এন সিদ্দিক
৫ এপ্রিল থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক জানান, আগামী ৫ এপ্রিল থেকে নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলবে।
তিনি জানান, বর্তমানে মেট্রোরেল চলাচল করছে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আগামী ৫ এপ্রিল থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
বৃহস্পতিবার ডিএমটিসিএল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে। পাশাপাশি চলতি বছরের জুলাই থেকে পুরোদমে শুরু হবে মেট্রোরেল চলাচল। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ট্রেন।
আরও পড়ুন: মেট্রোরেলের মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশন চালু
মেট্রোরেল: যাত্রীদের জন্য খুলে দেয়া হলো মিরপুর-১০ স্টেশন
মেট্রোরেল: চালু হচ্ছে আরও দুটি স্টেশন
১ বছর আগে