গাড়ি ভাঙচুর
নাশকতার অভিযোগে ২৮ অক্টোবর থেকে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব
গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে সোমবার দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির নেতা-কর্মীসহ মোট ৪০ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার র্যাব সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে মোট ৫৬২ জনকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স।
সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজধানীতে মোট ১৪৫টি ও সারা দেশে ৪ শতাধিক র্যাবের টহল দল মোতায়েন করা হয়।
এছাড়াও, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাবের শক্তিশালী টহল দল মোতায়েন করা হয়।
আরও পড়ুন: টঙ্গী থেকে বিএনপি নেতা আলতাফ হোসেনকে আটক করেছে র্যাব
বিএনপি-জামায়াতের হরতাল: সারা দেশে র্যাবের ৪৬০ টহল দল মোতায়েন
১ বছর আগে
আ. লীগ ও বিএনপির সমাবেশ: ৩টি গাড়ি ভাঙচুর
আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দল তাদের নিজ নিজ সমাবেশ করতে প্রস্তুত হওয়ার সময় আজ (২৮ অক্টোবর) ঢাকার কাকরাইল এলাকায় দুর্বৃত্তরা ৩টি গাড়ি ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে প্রধান বিচারপতির বাসভবনের বিপরীতে কাকরাইল এলাকা দিয়ে যাওয়ার সময় দু’টি পিকআপ ভ্যান ভাঙচুর করে দুর্বৃত্তরা।
পরে তারা ওই এলাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সামনে বৈশাখী পরিবহনের একটি বাসে ভাঙচুর চালায়।
এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: বিএনপির তারুণ্যের রোডমার্চ: নাটোরে মাইক্রোবাসে অগ্নিসংযোগ, ব্যক্তিগত গাড়ি ভাঙচুর
পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ
১ বছর আগে
পিরোজপুরে বিএনপির কর্মসূচিতে হামলা, গাড়ি ভাঙচুরের অভিযোগ
পিরোজপুর জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিতে আসা ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়কের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে যুবদল ও ছাত্রদলের চারজন নেতা গুরুতর আহতের দাবি করেছে দলটি।
শনিবার দুপুরে পোস্টঅফিস সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির অবস্থান কর্মসূচিতে এ হামলার ঘটনা ঘটে।
আরও পড়ুন: বরিশালে নৌ-পুলিশের ওপর হামলা: অর্ধশত জেলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন জানান, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান কর্মসূচি শুরুর আগ মুহুর্তে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে যুবদল ও ছাত্রদলের চার জন নেতা গুরুতর আহত হয়।
এছাড়া ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সোহেল মঞ্জুর সুমনের ওপর হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করে।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল জানান, জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি পালন শেষে ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের প্রবেশের সময় পোস্টঅফিস সড়কে এলে বিএনপির-ছাত্রদলের লোকজন সড়ক অবরোধ করে রাখে।
এ সময় সাধারণ মানুষের চলাচলে সমস্যার কারণে বিএনপির নেতা-কর্মীদের রাস্তা থেকে সড়িয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুরের বিষয়ে তারা কিছুই জানে না।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, স্থানীয় বিএনপি ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এ সময় কে বা কারা ইট ছুঁড়ে একটি গাড়ির গ্লাস ভেঙ্গেছে।
তিনি আরও বলেন, ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
আরও পড়ুন: মাগুরায় প্রতিপক্ষের হামলায় কৃষক খুন
মাগুরায় প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, ২ পুলিশ সদস্যসহ আহত ৩
১ বছর আগে