যোগ দিতে
বড় ভাইয়ের জানাজায় যোগ দিতে বিএনপি নেতার প্যারোলে মুক্তি
বড় ভাইয়ের জানাজায় অংশ নিতে ছয় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শনিবার (১ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর আজিমপুর ছাপড়া মসজিদে তার বড় ভাই মীর আরশাদ আলীর জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: সরকার কাউকে জোর করে প্যারোলে মুক্তি দিতে পারে না: আইনমন্ত্রী
বড় ভাইয়ের জানাজায় অংশ নেওয়ার জন্য কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছয় ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়েছে।
ঢাকা কান্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সপুর বড়ভাই মীর আরশাদ আলী গত শুক্রবার মারা গেছেন। শনিবার বেলা দেড়টায় রাজধানীর আজিমপুর সাপড়া মসজিদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানায় অংশ নেওয়ার জন্য বিএনপির ওই নেতাকে ছয় ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারের একটি গাড়িতে সপুকে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: খালেদার প্যারোলে মুক্তি নিয়ে কথা বলতে পারে বিএনপি: কাদের
আবেদন করলে খালেদার প্যারোলে মুক্তি বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছর আগে