সাংবাদিক শামসুজ্জামান
সাংবাদিক শামসুজ্জামানকে কাশিমপুর থেকে কেরাণীগঞ্জ কারাগারে স্থানান্তর
রাজধানীর রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ফের কেরাণীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
শনিবার (১ এপ্রিল) দুপুর ১২টা ২০ মিনিটে পুলিশের বিশেষ নিরাপত্তায় একটি মাইক্রোবাসে তাকে কেরাণীগঞ্জে নেওয়া হয়।
আরও পড়ুন: সিআইডি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে একটি মামলায় গ্রেপ্তার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এর আগে শুক্রবার দুপুর দেড়টার দিকে সাংবাদিক শামসুজ্জামানকে কেরাণীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল।
অন্যদিকে, ডিজিটাল নিরাপত্তা মামলা ছাড়াও শনিবার শামসুজ্জামানকে শিশু নির্যাতন আইনে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কাশিমপুর কারাগারের জেল সুপার শাহজাহান আহমেদ জানান, শুক্রবার রাতে সাংবাদিক শামসুজ্জামান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ ছিলেন। শনিবার দুপুরে শামসুজ্জামানকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার জেল সুপার সুভাষ কুমার জানান, শনিবার বিকালে তিনি আমাদের কারাগারে এসে পৌঁছেছেন।
আরও পড়ুন: প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে কাশিমপুর কারাগারে স্থানান্তর
ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা
১ বছর আগে