গলায় খেঁজুর
কুড়িগ্রামে গলায় খেঁজুর আটকে শিশুর মৃত্যু!
কুড়িগ্রামের উলিপুরে গলায় খেজুর আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার উপজেলার নন্দু নেফরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মনজিল মিয়া (৭) নন্দু নেফরা এলাকার সোলেমান মিয়ার ছেলে এবং স্থানীয় পপুলার মডেল কিন্ডারগার্ডেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।
আরও পড়ুন: চৌগাছায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু
নিহত শিশুর দাদা ফয়জার আলী বলেন, ওই দিন কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু আমরা তাকে রংপুর না নিয়ে কুড়িগ্রাম সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই। সেখানে তার গলার এক্সরে করানো হয়। রিপোর্টে গলার সমস্যা ধরা না পরায় আমরা তাকে বাড়িতে নিয়ে আসি। রবিবার সকালে হঠাৎ করে মনজিলের গলায় তীব্র ব্যথা অনুভব হলে তাকে উলিপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত শুক্রবার বিকালে শিশু মনজিল মিয়া খেজুর খাওয়ার সময় গলায় আটকে যায়। এসময় পরিবারের লোকজন তাকে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিলে কুড়িগ্রাম সদর হাসপাতাল কর্তৃপক্ষ মনজিলকে উন্নত চিকিৎসার জন্য রমেক হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পরিবারের লোকজন তাকে রংপুর না নিয়ে কুড়িগ্রাম সদরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গলার এক্সরে করেন। রিপোর্টে গলার সমস্যা ধরা না পরায় তারা তাকে বাড়িতে নিয়ে আসেন। এর পরদিন সকালে গলায় তীব্র ব্যাথা অনুভব করায় ফের তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তখন মনজিলকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাদিয়া জেরিন বলেন, হাতপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গায় পাওয়ার টিলার চাপায় শিশুর মৃত্যু
১ বছর আগে