আনুষ্ঠানিক উদ্বোধন
শাবিপ্রবিতে ডি-নথি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে প্রথম ধাপে শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করেন।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলা
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আজকের দিনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য স্মরণীয় একটি দিন, কারণ আজকের দিনে এই বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবে ডি-নথির যুগে প্রবেশ করলো। অফিস কার্যক্রম আরও গতিশীল ও সময়োপযোগী করতে ডি-নথি কার্যকরী ভূমিকা পালন করবে। ডি-নথির মাধ্যমে ডিজিটাল বিশ্ববিদ্যালয় গঠনে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম এবং পেপার লেস অফিস ব্যবস্থাপনার যুগে প্রাথমিকভাবে প্রবেশ করলাম। এখন প্রয়োজন সকলের সহযোগিতা।
এ সময় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন-প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড. খন্দকার মোহাম্মদ মমিনুল হক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল ইসলাম এবং সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম প্রমুখ।
আরও পড়ুন: গবেষণা দক্ষতায় ডিনস অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক
শাবিপ্রবিতে ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
১ বছর আগে