প্রথম কোয়ার্টার ফাইনাল
ফেডারেশন কাপ ফুটবল: প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা এসকেসি
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা সংসদ কেসি।
আগামী ১১ এপ্রিল বিকাল ৩টা ১৫ মিনিটে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড।
আরও পড়ুন: নারী অলিম্পিক ফুটবল: 'আর্থিক সীমাবদ্ধতায়' এশিয়ান বাছাইপর্ব থেকে ছিটকে পড়ল বাংলাদেশ
১৮ এপ্রিল কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকাল ৩টা ১৫ মিনিটে তৃতীয় কোয়ার্টার ফাইনালে ঢাকা মোহামেডান এসসি মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী লিমিটেডের।
২ মে বিকাল ৩টা ১৫ মিনিটে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর স্টেডিয়ামে ৪র্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে শেখ রাসেল কেসির মুখোমুখি হবে রহমতগঞ্জ এমএফএস।
প্রথম সেমিফাইনাল ৯ মে বিকাল ৩টা ১৫ মিনিটে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এবং দ্বিতীয় সেমিফাইনাল ১৬ মে বিকাল ৩টা ১৫ মিনিটে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৩০ মে বিকাল ৩টা ১৫ মিনিটে সেমিফাইনাল জয়ী দুই দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফাইনালের আগে ২৩ মে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দুই পরাজিত সেমিফাইনালিস্টের মধ্যে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিসিএল ফুটবল: ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা ওয়ান্ডারার্সের জয়
১ বছর আগে