ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটের দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (মিডিয়া সেল) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।
আরও পড়ুন: পুরান ঢাকার জুতার গুদামে আগুন নিয়ন্ত্রণে
মোহাম্মদপুরে ফার্নিচার কারখানায় আগুন
১ বছর আগে
খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৬০টি দোকান ভস্মীভূত
খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০টি দোকান ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনীর সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: নলডাঙ্গায় অগ্নিকাণ্ড: ৩০টি বাড়ি ভস্মিভূত
খাগড়াছড়ি ফায়ার ব্রিগেড জানায়, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন এলাকায় ভয়াবহ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। বাজারের একটি ফুলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে বাস স্টেশন বাজারের কাঁচা ও আধা পাকা ৬০টি দোকান ভস্মীভূত হয়। এ সময় কোনো ব্যবসায়ী তাদের দোকানের কোনো মালামাল বের করতে পারেনি।
খবর পেয়ে খাগড়াছড়ি থেকে একটি ও দীঘিনালা থেকে অপর একটি মোট ফায়ার ব্রিগেডের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ সময় স্থানীয় জনগন ও দীঘিনালা জোনের সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভাতে এগিয়ে আসে।
আরও পড়ুন: ফরিদপুরে জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা
ভোলায় অগ্নিকাণ্ডে ১১ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত
১ বছর আগে
বঙ্গবাজার মার্কেটে আগুন: আশপাশের সড়ক বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি
রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আশপাশের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বাজার সেখানে অস্বাভাবিক যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটের দিকে লাগা আগুন ফায়ার সার্ভিস, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী নেভানোর চেষ্টা করেছে।
ডিএমপি ট্রাফিক লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস বলেন যে আগুন নিয়ন্ত্রণের কাজ সহজ করতে সংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। হাইকোর্ট-গুলিস্তান, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ ও সীমিত করা হয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই এলাকায় যান চলাচলের এই নির্দেশনা বলবৎ থাকবে। সাধারণ মানুষকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।
আরও পড়ুন: বঙ্গবাজার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৪৮ ইউনিট
বঙ্গবাজার মার্কেটে আগুন: নেভাতে গিয়ে অসুস্থ ৫
১ বছর আগে