স্বপ্নবাজ
স্বপ্নবাজ গবেষকদের পাশে ‘ইস্কুলঘর’
বাংলাদেশে গবেষণা ও উচ্চ শিক্ষাকে উৎসাহিত করার লক্ষ্যে চালু হয়েছে ই-লার্নিং প্লাটফর্ম ‘ইস্কুলঘর’।
'ইস্কুলঘর’এর মূলমন্ত্র হল গবেষণা, বিভিন্ন দক্ষতা বিকাশের সঙ্গে সংযুক্ত তথ্য পরিষেবা প্রদানের মাধ্যমে তরুণ গবেষকদের উৎসাহী করা ও উচ্চশিক্ষার পথকে সহজ করে তোলা। একদল তরুণ, উচ্চাকাঙ্ক্ষী ও উচ্চশিক্ষায় অধ্যয়নরত বাংলাদেশি গবেষকদের অনুপ্রেরণায় ২০২৩ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়েছে এই প্লাটফর্মটি।ইস্কুলঘর’ এর প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে রয়েছেন শাবিপ্রবির প্রাক্তন ছাত্র, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান, আমেরিকার ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক তন্ময় সরকার পিয়াস, ইউনিভার্সিটি অব ক্যানসাসে অধ্যয়নরত শিক্ষার্থী সুমন মজুমদার ও শাবিপ্রবির পিএইচডি গবেষক নাজমুল হাসান নাঈম।
দেশ ও দেশের বাইরের যেকোনো শিক্ষার্থী এই অনলাইন-ভিত্তিক ই-লার্নিং প্ল্যাটফর্মটি ব্যবহার করে গবেষণা এবং উচ্চ শিক্ষার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন চলমান সেবা নিতে পারেন। যেখানে দেশ ও দেশের বাইরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত শিক্ষক ও শিক্ষার্থীগণ প্রশিক্ষক হিসেবে রয়েছেন।
আরও পড়ুন: শাবিপ্রবিতে ডি-নথি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন
‘ইস্কুলঘর’-এ চলমান সেবা গুলোর মধ্যে রয়েছে উচ্চশিক্ষা বিষয়ে মেন্টরিং-পরামর্শ, বিজ্ঞান বিষয়ক সেমিনার, অনলাইন কোর্স ও প্রশিক্ষণ, চাকুরির দক্ষতা সনদ,ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপ ইত্যাদি।
ইতোমধ্যেই ইস্কুলঘরের ওয়ান-টু-ওয়ান মেন্টরশিপ সেবার মাধ্যমে অনেক শিক্ষার্থী বিদেশে অধ্যয়নরত গবেষকদের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন।
অনলাইন কোর্স গুলোর মধ্যে রয়েছে বায়ো-সিকোয়েন্স অ্যানালাইসিস, পাইথন, গবেষণায় পরিসংখ্যান, ডেটা সায়েন্স, গবেষণা পত্র লেখা, ইন-সিলিকো প্রোটিন ফাংশন অ্যানালাইসিস, মেশিন লার্নিং, ওয়েব ডেভেলপমেন্ট সহ আরও বিভিন্ন গবেষণা সহায়ক ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কোর্স।
চলমান যেকোনো কোর্স এবং রেজিস্ট্রেশন বিষয়ে তথ্য পাওয়া যাবে ইস্কুলঘরের ওয়েবসাইট (www.iskulghar.com) এবং ফেইসবুক পেইজ (www.iskulghar.com https://www.facebook.com/iskulghar) এর মাধ্যমে।
ইস্কুলঘর এর উদ্দেশ্য ও যাত্রা নিয়ে প্রতিষ্ঠাতা সদস্য শাবিপ্রবির প্রাক্তন ছাত্র, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও নবীন গবেষকদের জন্য গবেষণা সংশ্লিষ্ট দক্ষতা উন্নয়ন অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে পড়ে। সেই সঙ্গে বাংলাদেশে এসব দক্ষতা উন্নয়নের সুযোগও কম। এসব বিষয় মাথায় রেখে আমাদের দেশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে গবেষণাকে উৎসাহিত ও ব্যাপকভাবে ছড়িয়ে দিতেই ইস্কুলঘরের যাত্রা।”
আরও পড়ুন: গবেষণা দক্ষতায় ডিনস অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক
১ বছর আগে