সদস্য নিহত
খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত খীসা গ্রুপের সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকাল ৩টার দিকে দীঘিনালার দুর্গম কার্বারী টিলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম ত্রিদিপ চাকমা ওরফে শিমুল (৪০)।
আরও পড়ুন: খাগড়াছড়িতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম কার্বারী টিলায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসিত খীসা গ্রুপের ত্রিদীব চাকমা ওরফে শিমুল নামে এক সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত খীসা গ্রুপের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে অংগ্য চাকমা দাবি করেছেন, ইউপিডিএফ ডেমোক্রেটিক ফ্রন্ট নামক একটি বিচ্ছিন্ন উপদলের সশস্ত্র লোকেরা গুলি চালিয়েছে।
এছাড়া, এই ঘটনার জন্য তারা নিন্দা জ্ঞাপন করেছেন।
ইউপিডিএফ গণতান্ত্রিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা বলেন, ‘আমাদের কোনো সদস্য এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়।’
আরও পড়ুন: খাগড়াছড়ির ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি
খাগড়াছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
১ বছর আগে