ইডব্লিউইউ
রাজধানীতে ইডব্লিউইউ শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) এক শিক্ষার্থীর ওপর রবিবার (২ এপ্রিল) হামলার ঘটনায় দায়ের করা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আনন্দনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার যুবকেরা হলেন- ফরিদপুর জেলার আইয়ুব আলীর ছেলে ইমরান হোসেন ওরফে ঝাওয়ালী (২৩) ও শরীয়তপুর জেলার হাবিবের ছেলে শাহজাহান (২৮)।
উল্লেখ্য, ইমরানের বিরুদ্ধে সাতটি এবং শাহজাহানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
আররও পড়ুন: রাজশাহী মহানগর জামায়াতের আমির গ্রেপ্তার
গুলশানের উপ-পুলিশ কমিশনার আহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা জোনের সহকারী কমিশনার তয়াছির জাহান বাবুর নেতৃত্বে বাড্ডা থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে আনন্দনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ সময় তাদের কাছ থেকে দু’টি ধারালো অস্ত্র, একটি রক্তমাখা শার্ট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবকেরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রসঙ্গত, গত ২ এপ্রিল রাত ১১টার দিকে প্ল্যাটিনাম জিম থেকে বাড়ি ফেরার পথে ইম্পেরিয়াল কলেজের সামনে ইডব্লিউইউ'র ছাত্রী অর্পনা আক্তারের ওপর হামলা চালায় দুই ছিনতাইকারী।
পরে তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
আররও পড়ুন: ঠাকুরগাঁওয়ের ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
১ বছর আগে