রুপি
রুপিতে বাণিজ্য: প্রথম দিনে ৩০টি পিকআপ ভ্যান আমদানি
ভারত থেকে রুপিতে কেনা ৩০টি পিকআপ ভ্যান মঙ্গলবার (২৫ জুলাই) বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে।
বেনাপোল বন্দরের পরিচালক আ. জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: মালয়েশিয়া থেকে এলএনজি আমদানি করবে বাংলাদেশ
তিনি জানান, বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার নিতা কোম্পানি ভারতীয় প্রতিষ্ঠান টাটা মোটরসের কাছ থেকে ১ কোটি ২৪ লাখ রুপিতে এ পিকআপ ভ্যানগুলো কিনেছে।
তিনি বলেন, ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠান টাটা মোটরস লি. পিকআপ ভ্যানগুলো রপ্তানি করেন।
তিনি আরও বলেন, আমদানির পর পিকআপ ভ্যানগুলো বেনাপোল বন্দরের ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে রাখা হয়েছে।
এর আগে গত ১১ জুলাই ঢাকায় এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন ২ দেশের বাণিজ্যে রুপি ব্যবহারের ঘোষণা দেয়।
গত ১১ জুলাই মঙ্গলবার ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও ভারতীয় হাইকমিশন ২ দেশের বাণিজ্যে রুপি ব্যবহারের ঘোষণা দেয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ, ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আবদুর রউফ তালুকদার ভারতে বাংলাদেশ ভ্রমণকারীদের সুবিধার্থে আগামী সেপ্টেম্বরে 'টাকা-রুপি কার্ড' চালুর সম্ভাবনার কথা জানান।
এই কার্ড দিয়ে দেশে ও প্রতিবেশি ভারতে বিল পরিশোধ করা যাবে।
দেশের আমদানিকারকদের কিছুটা স্বস্তি দেবে। তারা প্রতিবেশি দেশ থেকে পণ্য কিনতে রুপিতে এলসি খুলতে শুরু করেছেন। ফলে ডলারের ব্যবহার কিছুটা কমবে।
ডলারের ঘাটতির কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে যাওয়া রোধ করতে সরকার আমদানিবিধি কঠোর করেছে। এক বছর আগের তুলনায় রিজার্ভ কমেছে প্রায় ২৩ শতাংশ।
২ দেশের মধ্যে প্রায় ১৬ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্যের একটি অংশের মূল্য পরিশোধের সুবিধার্থে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া বাংলাদেশের ব্যাংকগুলোকে ভারতে অ্যাকাউন্ট খোলার অনুমতি দিয়েছে।
রপ্তানি ও রেমিট্যান্স থেকে আসা অর্থের তুলনায় আমদানি মূল্যের পরিমাণ বেশি হওয়ায় দেশের রিজার্ভ কমে যাচ্ছে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার তানভীর আহমেদ বলেন, মঙ্গলবার রুপির মাধ্যমে ভারত থেকে প্রথম চালান আমদানি হয়েছে বেনাপোল বন্দর দিয়ে।
তিনি আরও বলেন, রুপিতে পণ্য আমদানি হলে ডলারের ওপর চাপ কমে যাবে।
আরও পড়ুন: সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের মাধ্যমে তেল আমদানির নতুন যুগে প্রবেশ করবে দেশ
ভারত থেকে ডেঙ্গু, ম্যালেরিয়া ও এইচআইভি টেস্টের কিট আমদানি
১ বছর আগে
ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য শুরু করল বাংলাদেশ
অবশেষে আজ মঙ্গলবার (১১জুলাই) থেকে ভারতীয় রুপিতে (আইএনআর) বাণিজ্য লেনদেন শুরু করেছে বাংলাদেশ।
এই পদক্ষেপকে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ হিসেবে ভাবা হচ্ছে।
এ উপলক্ষে ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ ব্যাংক ঢাকার একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে আলোচনা (এই উদ্যোগ নিয়ে) দীর্ঘদিন ধরেই চলছে; ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছিলেন... এখন তা বাস্তবে পরিণত হয়েছে।’
এখন ডলারের পাশাপাশি রুপিতেও ব্যবসা হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ভারত বাংলাদেশের অন্যতম বড় বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশ ভারতের কাছ থেকে ১৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে এবং ২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে।
টাকা-রুপির ডুয়েল কারেন্সি কার্ড চালু হলে ভারতের সঙ্গে বাণিজ্যের সময় লেনদেনের খরচ কমে যাবে।
আরও পড়ুন: বাংলাদেশ ও ভারতের মুদ্রায় বাণিজ্য লেনদেন রিজার্ভের ওপর চাপ কমাবে: হাইকমিশনার
ভারতীয় হাইকমিশনার আশা প্রকাশ করেছেন যে এই পদ্ধতির মাধ্যমে উভয় দেশই উপকৃত হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম; ইস্টার্ন ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মো. সলিমুল্লাহ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডা চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া; বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ; এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন; ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতি আবদুল মাতলুব আহমেদ এবং বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
সোনালী ব্যাঙ্ক ও ইস্টার্ন ব্যাংক অব বাংলাদেশ এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও আইসিআইসিআই ব্যাংক অব ইন্ডিয়া হল দুই দেশের মধ্যে রুপিতে লেনদেনের জন্য মনোনীত ব্যাংক।
মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেসবাউল হক উদ্বোধনী দিনে এলসি খোলার কথা জানান।
আরও পড়ুন: ঢাকা-দিল্লি গুরুত্বপূর্ণ সংযোগ পরিকাঠামো নির্মাণে অগ্রাধিকার দেয়: হাইকমিশনার
‘মিলেট’ সংক্রান্ত বিষয়ে ভারত-বাংলাদেশ সহযোগিতা করতে পারে: হাইকমিশনার
১ বছর আগে
বাংলাদেশ-ভারতে টাকা ও রুপিতে লেনদেন চালু হলে খুলবে বাণিজ্যের নতুন দুয়ার
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক প্রতিনিয়তই মজবুত হচ্ছে। এরই মধ্যে দুই দেশের সরকার টাকা ও রুপিতে লেনদেনের বিষয়টি বিবেচনা করছে।
বুধবার (০৫ এপ্রিল) দুপুরে নওগাঁ শহরের চকদেবপাড়া সরিষাহাটির মোড় এলাকায় বিশ্বের নামকরা ব্র্যান্ড রেমন্ড শপ এর নওগাঁ শাখার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে বাণিজ্যের জন্য বিকল্প মাধ্যমে চেষ্টা করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী
তিনি বলেন, শুধু বাণিজ্য নয়, সব ক্ষেত্রেই এ পদ্ধতি দু’টি দেশের মধ্যে অকৃত্রিম বন্ধুত্বের চিহ্ন হিসেবে পরিচিত হবে।
মনোজ কুমার আরও বলেন, ভারতের রুপি এখন ডলার কিংবা অন্য মুদ্রার সঙ্গে পাল্লা দিচ্ছে। গ্রহণযোগ্যতা পাচ্ছে বিশ্ববাজারে।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) গাজিউর রহমান, রিলায়েন্স কোম্পানির পরিচালক আমিনুল ইসলাম, রেমন্ড শপের বাংলাদেশের কান্ট্রি হেড খাইরুল ইসলাম, নওগাঁ রেমন্ড শপের ব্যবস্থাপক উজ্জল হোসেন, ছাদেকুল ইসলাম, সালাউদ্দিনসহ বিশিষ্টজন ও রেমন্ড শপের কর্মকর্তারা।
আরও পড়ুন: বিশ্ব বাণিজ্যে সাম্প্রতিক মন্দার মধ্যেও সবুজ পণ্যের চাহিদা বেশি ছিল: জাতিসংঘ
বাংলাদেশ ব্যাংক এখনও ভারতীয় রুপিকে বৈদেশিক বাণিজ্যে অনুমতি দেয়নি
১ বছর আগে