জয়া
সৃজিতের ‘দশম অবতার’-এ জয়া, সঙ্গে একঝাঁক তারকা
কয়েক মাস আগেই গুঞ্জন উঠেছিল আবারও কলকাতার পরিচালক সৃজিত মুখার্জির সিনেমায় দেখা যাবে জয়া আহসানকে। সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। সৃজিতের ‘দশম অবতার’-এ অভিনয় করবেন জয়া।
সিনেমাটিতে আরও অভিনয় করবেন কলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তসহ অনেকে।
আরও পড়ুন: লন্ডনে গানে গানে মাতালো 'সোলস'
জয়া আহসান তার ফেসবুকে সিনেমার নামের লোগো উন্মোচন অনুষ্ঠানের ছবি প্রকাশ করে খবরটি আরও পাকাপোক্ত করেছেন। সেখানে দেখা যাচ্ছে ওপার বাংলার সব নামজাদা তারকাদের সঙ্গে বাংলাদেশের জয়া আহসানকে।
অন্যদিকে কলকাতার সংবাদমাধ্যমে সৃজিত বলেন, জয়াকে কাস্ট করার অনেক কারণ রয়েছে। প্রথম তিনি সময় দিতে পারছেন। এ ছাড়া তার অভিনয় দক্ষতা ও শেষ কয়েক বছরের পারফর্মেন্স।
আরও পড়ুন: বাংলাদেশে সিনেমার বড় বাজার তৈরি হবে: নিরব
১ বছর আগে
৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জয়া ও আতিকের ‘পেয়ারা সুবাস’
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসরে এবারও রয়েছে বাংলাদেশের সিনেমার নাম। প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে নূরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ বা ‘দ্য সেন্ট অব সিন’।
উৎসবটির অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: জায়েদ খানের সদস্যপদ স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি
প্রতিযোগিতা বিভাগে ১২টি সিনেমার মধ্যে একটি ‘পেয়ারা সুবাস’। এছাড়াও এই বিভাগে রয়েছে আর্জেন্টিনা, রাশিয়া, চীন, ফ্রান্স ও জাপানের সিনেমা।
‘পেয়ারা সুবাস’-এর মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়া রয়েছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল প্রমুখ।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৫তম আসর চলবে ২০ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত।
উল্লেখ্য, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগত আসরে প্রতিযোগিতা বিভাগের তালিকায় ছিল বাংলাদেশের ‘আদিম’ সিনেমাটি। এমনকি এর পরিচালক যুবরাজ শামীম জিতেন নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড।
আরও পড়ুন: লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান
ঈদ উপলক্ষে হইচই’র পর্দায় ‘মহানগর-২’
১ বছর আগে