দান
বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দান সেনা সদস্যদের
বাংলাদেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় একদিনের বেতন দান করেছেন সেনাবাহিনীর সদস্যরা।
আইএসপিআর জানায়, বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে।
আরও পড়ুন: ‘৫০ বছরে ফটিকছড়িতে এমন বন্যা দেখিনি’
ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ ও হবিগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এই অর্থ দেওয়া হয়েছে।
এদিকে চলমান বন্যায় ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং ১১টি জেলার ৪৪ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
বন্যায় ৭৭টি উপজেলার ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮ লাখ ৮৭ হাজারের বেশি পরিবার এই ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
আরও পড়ুন: কাপ্তাই হ্রদে তলিয়ে গেছে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ প্রয়োজনের তুলনায় অপ্রতুল
৩ মাস আগে
বঙ্গবাজার আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য মেগা ক্যাম্পেইনের আয় দান করবে নগদ
মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) প্রদানকারী নগদ বৃহস্পতিবার বলেছে যে এটি বঙ্গবাজার ব্যবসায়ীদের পাশে থাকবে। যারা একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের জীবিকা হারিয়েছে।
নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেছেন, নগদ তার চলমান মেগা প্রচারাভিযান থেকে সমস্ত উপার্জন দান করবে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসাগুলোকে, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে যাদের দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।
নগদ ঈদ-উল-ফিতরের আগে একটি ক্যাম্পেইন শুরু করেছে, যার মাধ্যমে গ্রাহকদের গাড়ি, মোটরবাইক, স্মার্টফোন, নোটপ্যাড, রেফ্রিজারেটর, টেলিভিশন, স্মার্টওয়াচ, হেডফোন এবং আরও অনেক কিছু জেতার সুযোগ দিয়েছে।
তানভীর বলেন, প্রচারণার মাধ্যমে উপার্জিত অর্থ তারা বঙ্গবাজারের আগুনে ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দেবেন।
নগদ জানিয়েছে, বুধবার রাত পর্যন্ত এই ক্যাম্পেইন থেকে তার আয় হয়েছে ১৯ লাখ ৬৫ হাজার ৭৫০ টাকা।
আরও পড়ুন: ঈদ: পুরস্কার পেল নগদ ক্যাম্পেইনের বিজয়ীরা
১ বছর আগে