একমাত্র টেস্ট
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ৭ উইকেটে জয় বাংলাদেশের
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের চতুর্থ দিন শুক্রবার মধ্যাহ্নভোজের ঠিক পরেই সাত উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ৩৬৯ ও ১৩৮/৩ এবং আয়ারল্যান্ড ২১৪ ও ২৯২ রান করে।
প্রথম ইনিংসে ১২৬ রান করা মুশফিকুর রহিম অপরাজিত ৫১ রান করে বাংলাদেশের হয়ে ম্যাচ শেষ করেন মুমিনুল হকের অপরাজিত ২০ রানের সঙ্গে।
পেসার মার্ক অ্যাডায়ারকে ২৩ রানে আউট করার আগে বাংলাদেশকে সাবলীল সূচনা এনে দেন লিটন দাস। অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন, যিনি প্রথম ইনিংসে ১১৮ রানে ৬ উইকেট নিয়ে আইরিশ বোলারদের সেরা সংখ্যার রেকর্ড গড়েছিলেন, এরপর নাজমুল হোসেনকে অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির হাতে ৪ রানে ক্যাচ দেন। সে সময় বাংলাদেশের স্কোর ছিল দুই উইকেটে ৪৩ রান।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ঢাকা টেস্ট জয়ে টাইগারদের প্রয়োজন ১৩৮ রান
তবে তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন তামিম ও মুশফিক।
আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৯২ রানে শেষ করতে ৩৬ মিনিট সময় নেয় বাংলাদেশ।
এরপর এবাদোট গ্রাহাম হিউমকে ১৪ রানে আউট করেন এবং দাসের হাতে ক্যাচ নিয়ে ৩৭ রানে শেষ করেন।
তৃতীয় দিন সকালে ৫১-৫-এ পতন এবং বাংলাদেশের বহুল আলোচিত স্পিন আক্রমণের কাছে ইনিংস পরাজয়ের পর আইরিশ দল তৃতীয় দিনে দুর্দান্ত ব্যাটিং করে নিজেদের আশা জাগিয়ে তোলে।
হ্যারি টেক্টর ও অ্যান্ডি ম্যাকব্রাইনের ক্যারিয়ারসেরা হাফসেঞ্চুরির সাহায্যে লরকান টাকারের সেঞ্চুরিতে তৃতীয় দিনে আয়ারল্যান্ড ৮ উইকেটে ২৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশকে ১৩১ রানে এগিয়ে দেয়।
এর আগে প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নেয় বাংলাদেশ।
আরও পড়ুন: ঢাকা টেস্ট: আয়ারল্যান্ডের সঙ্গে লড়াইয়ে দ্রুত চার উইকেট নিয়ে শীর্ষে বাংলাদেশ
১ বছর আগে